কলকাতা পুলিশের শীর্ষ স্তরে রদবদলের সম্ভাবনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। নবান্নের অন্দরে শোনা যাচ্ছে, কলকাতায় নতুন পুলিশ কমিশনার আসতে পারেন। তবে এ ব্যাপারে সরকারি ভাবে কোনও সূত্র থেকে জানা যায়নি। যদিও কিছু কিছু ক্ষেত্রে বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কয়েকটি পদক্ষেপ নিয়ে নবান্ন ‘সন্তুষ্ট’ নয় বলে খবর।
শেষ পর্যন্ত কমিশনার বদল হলে, কে সেই পদে আসতে পারেন, জল্পনা আছে তা নিয়েও। সে ক্ষেত্রে নবান্ন এবং ভবানীভবনে উচ্চপদে আসীন একাধিক অফিসারের নাম হাওয়ায় ভাসছে। ঘুরছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ের এক অভিজ্ঞ পুলিশ অফিসারদের নামও।
পাশাপাশি, রাজ্য পুলিশের বর্তমান ডিজি-র কার্যকালের মেয়াদবৃদ্ধি (এক্সটেনশন) হবে কি না, জোরদার চর্চা রয়েছে তা নিয়েও। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ডিসেম্বরে। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যত দূর খবর, তাতে ডিজি-র মেয়াদবৃদ্ধির চিঠি দিল্লিতে যায়নি। ৩১ ডিসেম্বর মেয়াদ ফুরোচ্ছে বর্তমান মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীরও। সব কিছু ঠিকঠাক থাকলে স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা পরবর্তী মুখ্যসচিব হতে পারেন। নতুন সচিব আসতে পারেন স্বরাষ্ট্র-সহ আরও কয়েকটি দফতরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)