রাজ্য বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় হাজির ছিলেন না কেন্দ্রের কোনও আইনজীবী। সোমবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ কোর্ট।
সিবিআই ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে বছরই সুপ্রিম কোর্টে মামলা করে। পশ্চিমবঙ্গের যুক্তি ছিল, রাজ্য সরকার সিবিআই তদন্তের ঢালাও অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। তার পরেও সিবিআই বহু তদন্তে এফআইআর দায়ের করেছে। কেন্দ্র-রাজ্য বিবাদে সংবিধানের ১৩১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের অধিকার রয়েছে। সেই অনুযায়ীই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে ‘অরিজিনাল সিভিল স্যুট’ দায়ের করেছিল রাজ্য।
সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করতে রাজি হওয়ার পরে সোমবার প্রথম শুনানি ছিল। কিন্তু কেন্দ্রের কোনও প্রবীণ আইনজীবী না থাকায় বিচারপতি বি আর গাভাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ১৮ মার্চ ফের শুনানি হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)