Advertisement
E-Paper

বরাদ্দ ১২৫ কোটি, দুর্গাপুজোর আগেই ২০০টি সিএনজি বাস কিনছে রাজ্য পরিবহণ দফতর

সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহণ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২
The Transport Department is buying 200 CNG buses with the approval of the Finance Department

রাস্তায় নামছে আরও সরকারি বাস। —ফাইল ছবি।

সরকারি বাস পরিষেবা নিয়ে দিনে দিনে যাত্রীসাধারণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগের সুরাহা করতে এ বার নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সম্প্রতি এ বিষয়ে পরিবহণ দফতরকে আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দফতর। দফতর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কিনবে তারা। প্রশাসনিক ভাবে এই তিন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি, সেমি এবং ডিলাক্স বাস। টেন্ডার প্রক্রিয়া করে নতুন এই বাস রাস্তায় নামাতে চায় পরিবহণ দফতর। দুর্গাপুজোর আগেই এই সিএনজি বাস রাস্তায় নামিয়ে যাত্রী পরিষেবা শুরু করার পক্ষপাতী দফতর। নতুন এই ২০০টি বাস ক্রয় করার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর।

১২ মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে ১২০টি, যার প্রতিটির দাম ৬৫ লাখ টাকা। একই মাপের ডিলাক্স বাস কেনা হবে ৫০টি, যার প্রতিটির দাম ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। ৯ মিটারের লম্বা মিডি বাস কেনা হবে ৩০টি, যার প্রতিটির মূল্য ৪২ লক্ষ টাকা। গত বছর নতুন বাস কিনতে চেয়ে অর্থ দফতরের কাছে আবেদন জানিয়েছিল পরিবহণ দফতর। একটু দেরিতে হলেও এ বিষয়ে অর্থ দফতরের সম্মতি মেলায় স্বস্তির নিঃশ্বাস পরিবহণ ভবনে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহণ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সেই ভর্ৎসনার পরেই অর্থ দফতরের সঙ্গে কথা বলে নতুন বাস কেনার বিষয়টি নিশ্চিত করেছে পরিবহণ দফতর।

নতুন বাস নামানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাজ্য মন্ত্রিসভার তরফে ৯০০ জন বাসচালক এবং কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে। নতুন এই বাসগুলি ক্রয়ের প্রসঙ্গে পরিবহণ দফতরের এক আধিকারিক বলেছেন, ‘‘এখন শুধু নতুন বাস কিনলেই হয় না, সেই বাস যাতে পরিবেশবান্ধব হয় সেই বিষয়টিও আমাদের নজরে রাখতে হয়। তাই অনেক বিচার-বিশ্লেষণ করে এই ২০০টি সিএনজি চালিত বাস কেনার সিদ্ধান্ত হয়েছে। যাত্রী পরিষেবা দেওয়ার পাশাপাশি তা পরিবেশ দূষণ রোধে সরকারের সহায়কও হবে।’’

CNG Bus West Bengal Transport Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy