কাজের দাবি এবং সাম্প্রদায়িকতা, তৃণমূলের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ। মহাজাতি সদন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলটি হয়। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ‘নির্যাতিতাদের’ পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয় ওই মিছিল থেকে। ব্যারিকেড করে পুলিশ রাস্তা আটকেছিল। কিন্তু ব্যারিকেড ভেঙে সংগঠনের নেতা, কর্মীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করেন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সমন্বয় বিশ্বাস, রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাত। এ দিকে, সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে এবিভিপি কলেজ স্কোয়ার থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। ওয়েলিংটনে পুলিশ মিছিল আটকায়। এবিভিপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পুলিশ কয়েক জনকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)