রাজ্য বিজেপি-র অন্দরে ডামাডোল অব্যাহত। দলের অভ্যন্তরে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে রাজ্যস্তরের দুই নেতাকে শো কজের চিঠি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁরা এই চিঠি প্রসঙ্গে দিল্লির শরণাপন্ন হয়েছেন। জেপি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন। তবে দলের অন্দরে এই কোন্দলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘‘দলের অন্দরে কোন্দলের কোনও ব্যাপার নেই। পরিবর্তনের হাওয়ায় একটু আওয়াজ হয়। সে হতেই পারে। তাতে কোনও অসুবিধা নেই। পরিবর্তন মেনে নিতে সময় লাগে। সময় লাগবে।’’ শোক কজ-এর চিঠি প্রসঙ্গে তাঁর মত,‘‘পার্টি যে কোনও সময়েই যে কোনও কর্মীকে শো কজ করতে পারে। যদি পার্টি মনে করে। তাতে কোনও অসুবিধার কিছু নেই। বাকিটা দলের ব্যাপার। দল বুঝে নেবে।’’