Advertisement
E-Paper

চক্রান্ত নেই, দাবি অমিতের

মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উড়িয়ে সরাসরি আক্রমণে গেলেন। সেই সঙ্গেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করলেন, নারদ-কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের কোনও নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।

সন্দীপন চক্রবর্তী

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:৫৪

মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উড়িয়ে সরাসরি আক্রমণে গেলেন। সেই সঙ্গেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করলেন, নারদ-কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের কোনও নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলে এমন কাউকে গেরুয়া শিবিরে জায়গা দেওয়া হবে কি না, প্রকাশ্যে সেই প্রশ্নের জবাব অবশ্য উহ্যই রেখে দিয়েছেন বিজেপি-র কাণ্ডারী!

রাজ্য সফরের দ্বিতীয় দিনে কলকাতায় বিজেপি সভাপতির কাছে প্রশ্ন ছিল, নারদ-কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। অমিতের পাল্টা বক্তব্য, ‘‘যারা ক্যামেরার সামনে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধেই তো মামলা হয়েছে। চক্রান্তের কী আছে?’’

নারদ-কাণ্ডে পিঠ বাঁচাতে তৃণমূলের নেতা-সাংসদদের কেউ কেউ নিজেদের মতো করে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এই প্রসঙ্গে বুধবার বিজেপি সভাপতির বক্তব্য, ‘‘আমাদের সঙ্গে কেউ যোগাযোগই করেননি!’’ কলঙ্কিতদের কাউকে কি দলে নেওয়া হতে পারে? এ বার অমিতের মন্তব্য, ‘‘এ তো কাল্পনিক প্রশ্ন!’’ রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, ২০১৯-এর লোকসভা ভোটের আগে অভিযুক্ত কোনও তৃণমূল নেতাকে দলে নেওয়ার সম্ভাবনা কম।

সারদা ও নারদ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে বাম ও কংগ্রেস নেতাদের আইনি লড়াইয়ের জেরে। তাঁরাই বারবার অভিযোগ করেছেন, ‘দিদিভাই-মোদীভাই’ আঁতাঁতে তদন্তের গতি শ্লথ হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি-র শীর্ষ নেতার মন্তব্য, ‘‘সিবিআইকে আমি তো নির্দেশ দিতে পারি না! তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে।’’

সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এ দিনও প্রশ্ন তোলেন, ‘‘নারদ-কাণ্ডে আ়ডবাণী তাঁর মানসপুত্রী মমতার দলকে বাঁচাতে এথিক্স কমিটির বৈঠক ডাকেননি কেন? সারদা-কাণ্ডে সিবিআইয়ের তৎপরতা কোথায়? কেন্দ্রীয় কোনও সংস্থা যা করছে, আদালতের চাপেই!’’

Amit Shah BJP Ab ki baar Bangla West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy