কলকাতায় ধরা পড়ল জেএমবি জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। শনিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে ওই জঙ্গিদের গ্রেফতার করে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপতত জানা গিয়েছে ওই জঙ্গিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
রবিবার সকালে জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানকার এসটিএফ বাহিনীও জেএমবি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে। লখনউয়ে জঙ্গি হামলা হতে পারত বলে মনে করছে সে রাজ্যের প্রশাসন। যোগী রাজ্যের পুলিশের ওই অভিযান যখন চলছে উত্তরপ্রদেশে, ঠিক সেই সময়ই কলকাতায় ধরা পড়ল জঙ্গি সংগঠনের একাধিক সদস্য।
কলকাতা পুলিশ সূত্রে খবর, জঙ্গি সংগঠন জেএমবি-র তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই বড় মাপের নেতা বলে অনুমান করা হচ্ছে। ধৃতরা সবাই বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছে। তবে তারা কী কারণে এসেছিল? কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, ওই সদস্যদের সঙ্গে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।