Advertisement
E-Paper

পরশু শপথ নিতে পারেন নতুন তিন বিচারপতি

শুক্রবার আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দিন শপথ অনুষ্ঠান হলে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৩:২২

আইনজীবীদের দীর্ঘ কর্মবিরতি চলছে। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে সদ্য নিযুক্ত তিন বিচারপতি ১২ মার্চ, সোমবার শপথ নিতে পারেন।

শুক্রবার আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দিন শপথ অনুষ্ঠান হলে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। কেন্দ্রীয় আইন মন্ত্রকের সুপারিশ অনুযায়ী শম্পা সরকার, রবিকৃষণ কপূর এবং অরিন্দম মুখোপাধ্যায়কে বিচারপতি-পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। তাঁদের নিযুক্তির কথা গত ৭ মার্চ গেজেট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে আইন মন্ত্রক।

পর্যাপ্ত বিচারপতি নিয়োগ, স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্টে যথেষ্ট সংখ্যক প্রতিনিধি রাখার দাবিতে ১৯ ফেব্রুয়ারি থেকে হাইকোর্টে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তিন আইনজীবী সংগঠন। ১৬ মার্চ পর্যন্ত কাজ বন্ধ রাখার প্রস্তাব নিয়েছে তারা। কর্মবিরতি চলাকালীন শপথ হলে বেশির ভাগ আইনজীবী তাতে যোগ দেন কি না, সেটাই দেখার।

আদালত সূত্রের খবর, কর্মবিরতির সঙ্গে শপথগ্রহণের কোনও বিরোধিতা নেই বলে মনে করছেন হাইকোর্টের অধিকাংশ বিচারপতি। আইনজীবী সংগঠনগুলি বিচার প্রক্রিয়ায় যোগ না-নেওয়ার প্রস্তাব নিয়েছে। শপথ অনুষ্ঠানে বাধা দেওয়া হবে, এমন কোনও প্রস্তাব তারা নেয়নি।

তিন বিচারপতির নিয়োগকে স্বাগত জানিয়েছে কর্মবিরতিতে যোগ দেওয়া তিন সংগঠনের অন্যতম হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওই সংগঠনের সভাপতি উত্তম মজুমদার এ দিন বলেন, ‘‘কর্মবিরতি চলাকালীন বিচারপতিরা শপথ নিলে আমাদের আপত্তি নেই।’’ তিনি জানান, বিচারপতি-পদে নিয়োগের জন্য হাইকোর্টের কলেজিয়াম থেকে আরও ১৫ জনের নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের নিযুক্তির দাবি থেকে তাঁরা সরছেন না। উত্তমবাবু জানিয়ে দেন, কর্মবিরতি তোলা হবে কি না, সেই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের বৈঠক হবে ১৯ মার্চ। প্রয়োজনে তাঁদের সংগঠন তার পরে নতুন তিন বিচারপতিকে সংবর্ধনা দেবে।

হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের সভাপতি জয়ন্ত মিত্র জানান, তাঁদের সদস্যেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, সোমবার শপথ অনুষ্ঠান হলে তাঁরা তাতে যোগ দেবেন। আইনজীবীদের অন্য সংগঠন ইনকর্পোরেটেড ল সোসাইটিরও বেশির ভাগ সদস্য শপথ অনুষ্ঠানে হাজির থাকার প্রস্তাব নিয়েছেন।

Judges Calcutta High Court Oath Taking Ceremony কলকাতা হাইকোর্ট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy