রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনায় যে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের বেকসুর খালাস করে দিল আদালত। তিন জনের কারও বিরুদ্ধেই উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ মেলেনি। বুধবার কলকাতার বিচারভবনে এই মামলার শুনানি ছিল। সেখানেই তিন অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টা নাগাদ তৎকালীন মন্ত্রী জাকির কলকাতায় দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে গিয়েছিলেন মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে সে দিন গুরুতর জখম হন তিনি। তাঁর দলের বহু সমর্থক এবং সহযোগীরও আঘাত লাগে। এই ঘটনায় প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে সিআইডিকে তদন্তের ভার দিয়েছিল। রাজ্য পুলিশের তদন্ত চলাকালীন গ্রেফতার করা হয়েছিল সইদুল ইসলাম এবং আবু সামাদকে। পরে দু’সপ্তাহের মধ্যেই নিমতিতাকাণ্ডের তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তারা ইশা খান নামের আরও এক সন্দেহভাজনকে প্রথমে তলব করে, পরে গ্রেফতার করে। জাকিরের মামলায় দীর্ঘ দিন এই তিন জন জেলে ছিলেন।
আরও পড়ুন:
অভিযুক্তদের হয়ে এই মামলা যিনি লড়ছেন, সেই আইনজীবীর নামও জাকির হোসেন। বুধবার আদালতের নির্দেশের পর তিনি বলেন, ‘‘তিন জনের কারও বিরুদ্ধে কোনও সাক্ষী মেলেনি। মন্ত্রীর সে সময় ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ছিল। ফলে তাঁর সঙ্গে অনেক নিরাপত্তারক্ষী থাকার কথা। কিন্তু জাকির ছাড়া কোনও নিরাপত্তারক্ষীর আঘাত লাগেনি। কেন? প্রশ্ন রয়েছে।’’ তা ছাড়া, এই তিন জন যে জড়়িত, তার কোনও প্রমাণও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আইনজীবী। কোনও বিস্ফোরক পদার্থ বা অন্য কিছু অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়নি।
এনআইএ-র তদন্তে আস্থা নেই বলে অতীতে বার বার ক্ষোভ প্রকাশ করেছেন জাকির। দাবি করেছেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। নিমতিতা রেল স্টেশনে একাধিক বার তিনি এবং তাঁর সমর্থকেরা বিক্ষোভও দেখান। এ বার তাঁর উপর হামলায় অভিযুক্ত তিন জন জেল থেকে ছাড়া পেয়ে গেলেন।