রানি রাসমণি অ্যাভিনিউতেই বিজেপির হয়ে মুকুল রায়ের আত্মপ্রকাশ-সভার পাল্টা সভা করবে তৃণমূল। আগামী ১০ নভেম্বর, শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুকুলের প্রথম সভা। সেই জায়গাতেই তিন দিন পরে ১৩ নভেম্বর, সোমবার পাল্টা সভায় তেমন ওজনদার কোনও নেতাকে আপাতত রাখছে না তৃণমূল। বিজেপিতে মুকুল-অভিষেক ‘গুরুত্বহীন’ বোঝাতে উত্তর কলকাতা যুব তৃণমূলকে দিয়েই জবাব দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। সে জন্য মঙ্গলবার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার যুব সংগঠনকে ওই সভার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর। নোটবন্দি, জিএসটি ও সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মোড়কেই অবশ্য ওই সভা করার প্রস্ততি নেওয়া হচ্ছে বলে দলের তরফে বলা হয়েছে।