Advertisement
E-Paper

তহবিল থেকে দিতে হবে টাকা, উন্নয়নমূলক কাজে গতি আনতে সাংসদ-বিধায়কদের জন্য নতুন নির্দেশিকা জারি করল তৃণমূল

সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদগুলিকে তাদের বার্ষিক বাজেটের ৫ শতাংশ জল প্রকল্পের কাজে ব্যয় করতে হবে। শুক্রবার দলের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের কথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৭:৪৯
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

২০২৬ সালের বিধানসভা ভোটকে লক্ষ রেখে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। দলের জনপ্রতিনিধিদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের শাসকদল। জনস্বাস্থ্য বিভাগের পানীয় জলের প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের। সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদগুলিকে তাদের বার্ষিক বাজেটের ৫ শতাংশ এই কাজে ব্যয় করতে হবে। শুক্রবার দলের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের কথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

চলতি সপ্তাহেই দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় নেতাদের প্রয়োজনীয় বার্তা দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকের পরে এ বার দলের জনপ্রতিনি‌ধিদের সঙ্গে ফের জরুরি বৈঠকে বসলেন বক্সি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ-সহ অন্য জনপ্রতিনিধিরাও।

প্রায় আধ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে দলনেত্রীর বার্তা জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি। বস্তুত, কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে টাকা না-পাওয়া নিয়ে বার বার সরব হয়েছে তৃণমূল। দলের শীর্ষ নেতৃত্বের মতে, কেন্দ্রের আর্থিক বঞ্চনার ফলে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি চাপের মধ্যে পড়ছে। অনুমান করা হচ্ছে, সেই কারণেই এ বার দলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের তহবিল ব্যবহার করে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রকল্পে গতি আনতে চাইছে তৃণমূল শিবির।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে আরও জোর দিচ্ছে শাসক শিবির। সম্প্রতি রাজ্য সরকার থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি চালু করা হয়েছে। এ বার দলীয় স্তরেও জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও নিবিড় ভাবে যুক্ত করছে তৃণমূল। সাংসদ-বিধায়কদের তহবিল থেকে পানীয় জলের প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের নির্দেশ তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এই পদক্ষেপকে রাজ্যের শাসকদলের উন্নয়নমুখী ভাবমূর্তিকে তুলে ধরার চেষ্টা হিসাবে ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল শিবিরের বক্তব্য, কেন্দ্র আর্থিক ভাবে রাজ্যকে অবহেলা করলেও রাজ্যবাসীর কাছে মৌলিক পরিষেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক মূলত চারটি বিষয়ের উপর জোর দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কেন্দ্রের বঞ্চনা, বাংলার সম্মানের উপরে আঘাত এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)— এই চারটি বিষয়ে অভিষেক আরও জোরদার প্রচারের বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। এ বার দলের জনকল্যাণমুখী ভাবমূর্তি তুলে ধরতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করতে উদ্যোগী হল শাসকদল।

TMC Mamata Banerjee Subrata Bakshi West Bengal Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy