Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Arjun Singh

Arjun Singh: তৃণমূলে ফিরেই বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন অর্জুন, ঘোষণা জ্যোতিপ্রিয়ের

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই নতুন দায়িত্বে অর্জুন সিংহ। দেওয়া হল বনগাঁ লোকসভার দায়িত্ব। বিজেপির এখনও ভাল ভোট রয়েছে ওই লোকসভা এলাকায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েই বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন অর্জুন সিংহ।

বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েই বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন অর্জুন সিংহ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২১:৩৪
Share: Save:

তৃণমূলের ফিরেই সাংগঠনিক দায়িত্ব পেলেন অর্জুন সিংহ। সোমবার টিটাগড়ে সাংগঠনিক বৈঠকে ডাকা হয়েছিল অর্জুনকে। সেখানেই বৈঠক শেষে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করেন, অর্জুনকে এই দায়িত্ব দেওয়া হল। রবিবার তৃণমূলে যোগ দিয়েই অর্জুন অভিযোগ করেছিলেন, বিজেপিতে তাঁকে সাংগঠনিক পদ দেওয়া হলেও, কাজ করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি, তাঁর উপর বিশ্বাস ছিল না বিজেপি নেতৃত্বের। তাই তিনি নিজের পুরনো দলে ফিরে এলেন। সেই অভিযোগ প্রকাশ্যে এনে তৃণমূলে প্রত্যাবর্তনের পরদিনই অর্জুনকে দেওয়া হল নতুন দায়িত্ব।

বিধানসভা ভোটে রাজ্যের একটা বড় অংশে বিজেপির ভরাডুবি হলেও, বনগাঁ লোকসভার মধ্যে থাকা সাতটি আসনের মধ্যে ছ’টিতে জয় পেয়েছিল বিজেপি। স্বরূপনগর ছাড়া বাকি ছ’টি আসনেই পদ্ম প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছিলেন। বাগদার বিজেপি বিধায়ক পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বনগাঁ লোকসভায় মতুয়া ভোট ব্যাঙ্কই এখন বিজেপির বড় ভরসা। সেই ভোট তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে বিজেপি ফেরত অর্জুনের উপরেই ভরসা রাখতে চাইছে তাঁর পুরনো দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arjun Singh AITC TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE