মা সারদা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করায় তৃণমূল বিধায়ক নির্মল মাজির দাবি খণ্ডন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। আর তার পরেই দলের তরফে নির্মলের নিন্দা করা হল। দলের মুখপাত্র তথা রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নির্মলের বক্তব্যকে ‘কুৎসিত চাটুকারিতা’ বলে সরাসরি অভিহিত করলেন।
বৃহস্পতিবার কুণাল বলেন, ‘‘মা সারদা সকলের প্রণম্য। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনার তো কোনও দরকারই ছিল না। এটা অপ্রয়োজনীয় কুৎসিত চাটুকারিতা। আমরা যাঁরা দিদিকে ভালবাসি, তারা জানি তাঁর লড়াইয়ের কথা। বিরোধী নেত্রী হিসাবে সাধারণ মানুষের জন্য তাঁর লড়াই কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার উন্নয়নের জন্য লড়াই গোটা দেশ জানে। তিনি নিজের আলোতেই আলোকিত।’’ ওই ‘অবাঞ্ছিত’ মন্তব্য করে নির্মল দলের পাশাপাশি মমতাকেও ‘বিড়ম্বনায়’ ফেলেছেন বলে অভিমত কুণালের।
এর পরে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে একাধিক বার নির্মলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তবে দল যে ‘অস্বস্তিতে’ সেটা বুঝিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যিনি ওই মন্তব্য করেছেন, তাঁর সঙ্গে এখনও আমার কথা হয়নি। তবে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তাঁরা মর্মাহত। আমরা বিষয়টার উপরে শ্রদ্ধাশীল।’’ আবার এরই পাশাপাশি তৃণমূলের অপর নেতা জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেছেন, নির্মল ‘আবেগ’ থেকে ওই কথা বলে থাকতে পারেন।