বাজি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দাবিদাওয়া প্রসঙ্গে আরও সরব হওয়ার কথা উঠে এল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত ‘অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ারক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নে’র প্রথম রাজ্য সম্মেলনে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের প্রায় দেড় লক্ষ শ্রমিককে সঙ্গে নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছে। পরিবেশ বিধি-সহ নানা কারণেই বাজি নির্মাতাদের উপরে এখন চাপ রয়েছে এবং শ্রমিকদের সমস্যাও সেই ভাবে বদলাচ্ছে বলে সংগঠনের সম্মেলনে উঠে এসেছে। মহাজাতি সদনে আয়োজিত রবিবার ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যেরা। শ্রমিকদের উদ্দেশে বিমান বলেছেন, “যা সমস্যা আছে, লিখে জানাবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।” এই সূত্র ধরেই ঋতব্রতও বলেছেন, “শ্রমিকদের আরও সংগঠিত হতে হবে। তাঁদের যা যা অধিকার প্রাপ্য, সেগুলি আদায় করতে হবে।” সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে শক্তিপদ মণ্ডল এবং সুখদেব নস্কর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)