E-Paper

সংসদীয় দলের রাশ ধরছেন অভিষেক

চলতি অধিবেশনের শুরুতে তৃণমূল নেতৃত্বের তরফে এই বার্তাই দেওয়া হয়েছিল, কংগ্রেসের সঙ্গে সমন্বয়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র অন্য সদস্য দলগুলির মতো, কংগ্রেসের নির্বাচনী শরিক নয় তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৪২
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এখনও পর্যন্ত উপস্থিত থাকেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই তিনি তাঁর সংসদীয় দলের সমস্ত রাজনৈতিক অবস্থান এবং পদক্ষেপ স্থির করছেন। লোকসভায় দল পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে এই অধিবেশনে তাঁকে সর্বপ্রথম এতটা সক্রিয় হতে দেখা যাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই দলীয় কাজে তাঁকে রাজ্যে ব্যস্ত থাকতে হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। কিন্তু দিল্লিতে হাজির থাকুন বা না-থাকুন, লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের রাশ যে তিনি দৃঢ় ভাবেই নিজের হাতে রাখবেন, তা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর নিয়ে বিক্ষোভে কংগ্রেসের পাশে দেখা গিয়েছে তৃণমূল সাংসদদেরও।

চলতি অধিবেশনের শুরুতে তৃণমূল নেতৃত্বের তরফে এই বার্তাই দেওয়া হয়েছিল, কংগ্রেসের সঙ্গে সমন্বয়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র অন্য সদস্য দলগুলির মতো, কংগ্রেসের নির্বাচনী শরিক নয় তৃণমূল। বরং পশ্চিমবঙ্গের আসন্ন ভোটে কংগ্রেস লড়বে তৃণমূলের বিরুদ্ধেই। তাই এসপি, উদ্ধবপন্থী শিবসেনা এমনকি, আপের সঙ্গেও তৃণমূল সমন্বয় করতে রাজি, কিন্তু কংগ্রেসের সঙ্গে নয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সংসদীয় কক্ষে গিয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকেও যাবে না তৃণমূল।

কাল রাত পর্যন্ত খবর ছিল, আজ সকালের সংসদ চত্বরে কংগ্রেসের আয়োজিত এসআইআর সংক্রান্ত প্রতীকী বিক্ষোভে তৃণমূল যোগ দেবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সনিয়া গান্ধীর পাশেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার দুই সাংসদ মমতা ঠাকুর এবং বাপী হালদার। আজ সকালে তাঁরা আগাগোড়া ছিলেন কংগ্রেস আয়োজিতএই বিক্ষোভে।

প্রসঙ্গত, গত কালই অভিষেক ইঙ্গিত দিয়েছিলেন, ‘ইন্ডিয়া’ অস্তিত্বহীন হয়ে যায়নি, বিজেপি বিরোধিতার প্রশ্নে সেটি প্রাসঙ্গিক। দলীয় সূত্রের মতে, এসআইআরের বিরোধিতার প্রশ্নে সমস্ত বিরোধী দল এককাট্টা হলে আখেরে তৃণমূলেরও লাভ, এমনটাই মনে করেন অভিষেক। সে কারণেই প্রতিবাদের বিষয় ও ভাষা এক হওয়ায় কংগ্রেসের প্রতি পূর্বতন ‘অ্যালার্জি’ কাটিয়ে দলের দুই সাংসদকে সেখানে পাঠানোর সিদ্ধান্তও তাঁর বলেই মনে করা হচ্ছে।

একই ভাবে, আজ দুপুরেও তৃণমূলের সংসদীয় দল জেদ ধরেছিল যে বন্দেমাতরম্‌ নিয়ে আলোচনা নয়, আগে এই সপ্তাহে এসআইআর নিয়ে আলোচনা শুরু করতে হবে। কিন্তু অভিষেকের নির্দেশে তৃণমূলের সেই অবস্থান বদলায় বিকেলে লোকসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Abhishek Banerjee Parliamentary Session TMC West Bengal government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy