Advertisement
০৮ মে ২০২৪
Mamata Banerjee

Nirmal Maji : দাক্ষিণাত্যের এক আধ্যাত্মিক পুরুষের কথাতেই তাঁর মমতাতে সারদা দর্শন, ব্যাখ্যা নির্মলের

কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা সারদার দর্শন পেয়েছেন তিনি, তার ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২৩:১২
Share: Save:

তাঁর মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক। সেই বিতর্কে রামকৃষ্ণ মঠ ও মিশনের কড়া প্রতিক্রয়া। তার পর এক টিভি চ্যানেলে নিজের মন্তব্যের পক্ষে যুক্তি হাজির করলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। অনড় থাকলেন নিজের বক্তব্যেই।

বৃহস্পতিবার সেই টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি মনে করি এই শতাব্দীতে আমার কাছে মা সারদা, সিস্টার নিবেদিতা, মাদার টেরিজা, আমার চেতনা-চৈতন্য-আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়।’’

আরও পড়ুন:

কোথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মা সারদা তুলনীয় তা-ও উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘মা সারদা নেতৃত্ব দিয়েছিলেন একঝাঁক তরুণ, মহাপ্রাণ, মহাজীবন মঠের শিষ্যদের। তাঁদের দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমার ঘরের দুর্গা, আমার মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখি মা সারদাকে, মাদার টেরিজাকে, সিস্টার নিবেদিতাকে।’’ তাঁর কথায়, ঠিক একই ভাবে একঝাঁক কর্মযোগী, যুবক-ছাত্র-কিছু মধ্যবয়স্ক লোককে নিয়ে, বাংলার দরিদ্র মানুষ, গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর সে কারণেই তিনি ‘সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।’

কেন তিনি ওই কথা বলছেন তাও জানিয়েছেন টিভি চ্যানেলে দেওয়া ওই সাক্ষাৎকারে। তাঁকে দাক্ষিণাত্যের এক আধ্যাত্মিক পুরুষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন মা সারদা। কে সেই আধ্যাত্মিক পুরুষ তা তিনি জানাননি। কারণ তিনি আর বিতর্কে যেতে চান না। তাঁর কথায়, ‘‘এক জন আধ্যাত্মিক পুরুষ আমাকে এই কথা বলেছেন। আমি তাঁকে বিশ্বাস করি। এটা গল্প নয়, অনুভূতি। আমি তো মা সারদাকে দেখেনি আর মঠের যিনি বলছেন তিনিও দেখেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE