প্রতিষ্ঠান-বিরোধিতা কাটাতে এবং শহরাঞ্চলে ‘ক্ষত’ মেরামতে সংগঠনের মতো এ বার পুর-প্রশাসনেও বড় রকমের রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক ও প্রশাসনিক ‘পারফরম্যান্স’ বিচার করে নভেম্বরে তৃণমূলের পরিচালিত অধিকাংশ পুরসভায় পুর-প্রধান পদে নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় নেতৃত্ব।
গত লোকসভা নির্বাচনে শহুরে ভোটে বড় রকমের ধাক্কা খেয়েছিল তৃণমূল। তার ভিত্তিতেই এ বার পুরসভা পরিচালনায় নতুন মুখ আনতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটের পরেই তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদলের সিদ্ধান্ত পরিকল্পনা ঘোষণা করেছিলেন তিনি। একই ভাবে স্থানীয় প্রশাসনের ভারপ্রাপ্ত নেতাদের কাজের মূল্যায়নের সিদ্ধান্তও নিয়েছিল তৃণমূল। এই মুহূর্তে দখলে থাকা রাজ্যের প্রায় ১০০% পুরসভার সিংহ ভাগেই দলের জনসমর্থনে বড় ধাক্কা আসায় এই রদবদল সামগ্রিকতায় ব্যতিক্রমী হয়ে উঠতে পারে।
গত কয়েক মাস ধরে জেলা ও ব্লক স্তরে পরিবর্তনের কাজ সেরে এ বার পুর- প্রশাসনেও ‘ব্যর্থ’ পদাধিকারীদের সরিয়ে দিতে চাইছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মাপকাঠিও স্পষ্ট করে দিতে চান অভিষেক। সে ক্ষেত্রে গত পাঁচ বছর সরকারি প্রকল্প রূপায়ণ ও জনসংযোগে যে বিধায়কেরা দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাঁদের মনোনয়ন দিতে চায় না শাসক দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)