ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় সরকার রাজি হয়ে যাওয়ায় পর বিরোধীদের হাতে রয়েছে চলতি সপ্তাহটি। তৃণমূলের দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত, একশো দিনের কাজে কেন্দ্রের বকেয়া অর্থ অবং পশ্চিমবঙ্গের বঞ্চনার বিষয়টিকে সংসদের ভিতরে ও বাইরে সব রকমভাবে তুলে ধরা হবে। আজ সকাল থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। অধিবেশন শুরুর আগে এ দিন সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বকেয়া অর্থের দাবিতে বিক্ষোভ জানিয়েছেন দলের লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। সাংসদেরা অভিযোগ তোলেন, বাংলা-বিরোধী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে।
লোকসভায় জ়িরো আওয়ারে সাংসদ জুন মালিয়া বলেন, পশ্চিমবঙ্গে ৫৯ লাখ কর্মী তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন। কেন্দ্র টাকা আটকে রেখেছে। ৪৩ হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে একশো দিনের কাজে। রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ দোলা সেনও বিষয় নিয়ে সরব হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)