Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Martyr's Column

শহিদ বেদি ফেরত পেল ফ ব

বুধবার বেশি রাতেই বেদি থেকে তৃণমূলের পতাকা সরিয়ে দেওয়া হয়।

শহীদ বেদিতে এবার ফরওয়ার্ড ব্লকের পতাকা।—নিজস্ব চিত্র।

শহীদ বেদিতে এবার ফরওয়ার্ড ব্লকের পতাকা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:০০
Share: Save:

প্রতিবাদের মুখে শোভাবাজারে দখল হওয়া শহিদ বেদি ফিরিয়ে দিল তৃণমূল। প্রায় ৪০ বছর ধরে অরবিন্দ সরণিতে ওই বেদি রয়েছে ফরওয়ার্ড ব্লকের। তৃণমূল দলীয় পতাকা সরিয়ে নেওয়ার পরে বৃহস্পতিবার ফের সেই বেদিতে নিজেদের পতাকা লাগিয়েছে ফ ব। দিনতিনেক আগে ওই শহিদ বেদি দখল করে সেখানে স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেছিল ফ ব। কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার অবশ্য বুধবার বলেছিলেন, তিনি এই ধরনের কাজ সমর্থন করেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তার পরে বুধবার বেশি রাতেই বেদি থেকে তৃণমূলের পতাকা সরিয়ে দেওয়া হয়। ফ ব-র কলকাতা জেলা সম্পাদক জীবনপ্রকাশ সাহা এ দিন বলেন, ‘‘তৃণমূল পতাকা সরিয়ে নেওয়ার পরে আমরা আবার দলীয় পতাকা সেখানে লাগিয়ে নিয়েছি। দখলদারির রাজনীতি অর্থহীন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Martyr's Column Forward Bloc TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE