দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার অভিযোগ তুলে সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চাইল তৃণমূল। শুক্রবার তৃণমূলের তিন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই দাবিতে চিঠি পাঠিয়েছেন।
অভিযোগ, বৃহস্পতিবার দিল্লিতে তুষারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তৃণমূলের দাবি, নারদ ও সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু। কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি ওই মামলার তদন্ত করছে। অন্যদিকে, নারদ মামলায় সিবিআই-এর আইনজীবী তুষায়। প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের প্রশ্ন, এমন এক জন অভিযুক্তের সঙ্গে কী ভাবে সলিসিটর জেনারেল বৈঠক করতে পারেন? যদিও শুভেন্দু এবং তুষার কেউই এমন বৈঠকের বিষয়ে কিছু জানাননি।
রাজ্যসভার ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দুশেখর রায়। লোকসভার মহুয়া মৈত্র। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘নারদ-কাণ্ডে গোপন ক্যামেরা অভিযানে শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে।’ পাশাপাশি তাঁরা জানিয়েছেন,‘সারদা মামলার প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।’