ফের বাবুল সুপ্রিয়কে টুইটে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ফেসবুকে পোস্ট দেওয়ার পরেই বাবুলকে আক্রমণ করেছিলেন কুণাল। একাধিক পোস্টে আগে সাংসদ পদ ছাড়ার কথা শুনিয়েছিলেন বাবুলকে, লিখেছিলেন, ‘আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।’ শনিবার বাবুলকে নিয়ে এটিই ছিল কুণালের শেষ টুইট।
রবিবার ফের একাধিক টুইটে বাবুলকে আক্রমণ করলেন তিনি। সকাল সকাল টুইট করে তিনি জবাব দিলেন বাবুলের ভোর রাতে করা ফেসবুক পোস্টের। সেখানেও তিনি লিখেছিলেন, ‘ওর ইস্তফার পোস্ট নাটক।’ সন্ধ্যায় আবারও ইস্তফার ঘটনাটিকে ‘নাটক’ বলে পুরো ঘটনাটিকে আবারও এক ‘চিত্রনাট্য’-এর অংশ বললেন কুণাল।