দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের মধ্যে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল ছাত্র পরিষদেরই নেত্রী রাজন্যা হালদার। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির মাধ্যমে তাঁর বিকৃত ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সংগঠনের কয়েক জন। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন রাজন্যা। বছরদুয়েক আগে ধর্মতলায় ২১শে জুলাইয়ের কর্মসূচিতে বক্তৃতা করে সামনে এসেছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রাক্তন পদাধিকারীর কথায়, ‘‘আমি চাইছি, তখন পদক্ষেপ না হয়ে থাকলেও, এখন হোক। এখন মনোজিত মিশ্রের মতো দাদাদের, ‘দাদা সংস্কৃতি’টা বন্ধ হোক!’’ তাঁর দাবি, ‘‘আমি মন থেকে চাইছি, দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেবার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক।’’ তৃণমূল অবশ্য এই অভিযোগে আমল দিতে চায়নি। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, ‘‘পাড়ার যে বাচ্চা ছেলে-মেয়েরা ছাত্র রাজনীতি করেন, তাঁরা এর উত্তর দিতে পারবেন!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)