ভর্তির দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় ১১ ঘণ্টা মগরার বাগাটি শ্রীগোপাল ব্যানার্জি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমর্থকদের বিরুদ্ধে। শেষমেশ পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
অধ্যক্ষ সুব্রত মণ্ডলের দাবি, ‘‘বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক দফায় দফায় ভর্তি প্রক্রিয়া চলছে। তা সত্ত্বেও আবেদনকারী সব ছাত্রছাত্রীকে ভর্তির দাবিতে আমাকে ঘেরাও করা হল।’’ পক্ষান্তরে, কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি-র কৃষ্ণ পাসোয়ানের দাবি, ‘‘ভর্তির পরেও অনেক আসন ফাঁকা হচ্ছে। সে সব আসনে ভর্তি নেওয়া হচ্ছে না। এ নিয়ে কিছু জানানোও হচ্ছে না। সেই কারণেই প্রতিবাদ জানানো হয়েছে।’’
এ ভাবে ঘেরাও নিয়ে তাঁদের কড়া অবস্থানের কথা জানিয়েছেন টিএমসিপি-র রাজ্য সভানেত্রী জয়া দত্ত। তিনি বলেন, ‘‘কে বা কারা ঘেরাও করেছে, আমার জানা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রকৃত মেধার ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চলছে। সেটাই চলবে। যদি টিএমসিপি-র কেউ অনৈতিক দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে থাকেন, তাঁদেরও রেয়াত করা হবে না।’’