বিজেপির রাজ্য সভাপতি পদের মনোনয়ন আজই, কে সভাপতি? জল্পনা তুঙ্গে
আগামী বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন রয়েছে। তার আগে আজ মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে। একের বেশি মনোনয়ন জমা না-পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হন। দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্তের নাম সরাসরি ঘোষণা করা হয় দিল্লির তরফে। পরে প্রদেশ পরিষদের বৈঠক ডেকে সুকান্তের নামে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর নেওয়া হয়। সেই থেকে সুকান্তই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। তবে তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। দু’টি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ অবস্থায় বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সুকান্ত কি দলের রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন? তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, যার উত্তর মিলতে পারে আজই।
পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন মোদী, প্রধানমন্ত্রীর নজরে কী
পঞ্চদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার পর যথাক্রমে যাবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজ়িল এবং নামিবিয়ায়। ৬ ও ৭ জুলাই ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন তিনি। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, দু’টি লক্ষ্য মাথায় রেখে পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন মোদী। প্রথমত, সন্ত্রাসবাদ নিয়ে বাকি দেশগুলিকে একজোট করে সম্মিলিত বার্তা দেওয়া। দ্বিতীয়ত, আর্জেন্টিনা, ব্রাজ়িল কিংবা নামিবিয়ার মতো দেশগুলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জোগান নিশ্চিত করা।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, ঘুরে দাঁড়াবেন শুভমনেরা?
আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হেরে পাঁচ ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়েছেন শুভমন গিলেরা। ফলে এই টেস্টে দলে একাধিক বদলের সম্ভাবনা। কাদের নিয়ে নামছে ভারত? ম্যাচের সব খবর। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
বিজেপি যুব মোর্চার কসবা অভিযান, থাকবেন শুভেন্দু
কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে আজ ‘কসবা চলো’ ডাক দিয়ে পথে নামছে ভারতীয় জনতা যুব মোর্চা। সে কর্মসূচিতে যোগ দিচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আদালতের নির্দেশ, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে গোটা কর্মসূচি শুরু ও শেষ করতে হবে। তাই দুপুর ২টো থেকে রাসবিহারী মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু যোগ দেওয়ার পরে রাসবিহারী থেকে কসবার আইন কলেজের উদ্দেশে পদযাত্রা শুরু হবে। কসবায় পৌঁছে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে কর্মসূচি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ঝড়বৃষ্টি চলবে গোটা রাজ্যে, কয়েক জেলায় ভারী বৃষ্টি
পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। আজ ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
মুর্শিদাবাদের কার্তিক মহারাজের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে
ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে তলব করেছে পুলিশ। মঙ্গলবার তাঁর মুর্শিদাবাদের নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। তাঁর দাবি, মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আজ হাই কোর্টে ওই মামলার শুনানি রয়েছে। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।
কালীগঞ্জের নব নির্বাচিত বিধায়ক আলিফা আহমেদের শপথগ্রহণ
আজ বিকেল ৩টেয় বিধানসভার নৌশার আলি কক্ষে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের শপথগ্রহণ। শপথবাক্য পাঠ করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
ভারত বনাম ইংল্যান্ডের ছোটদের এক দিনের ম্যাচ, বৈভবদের সব খবর
ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতের ছোটরাও। চলছে সাদা বলের সিরিজ়। আজ ভারত বনাম ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের তৃতীয় এক দিনের ম্যাচ। বৈভব সূর্যবংশীরা প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে। সিরিজ় এখন ১-১। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।
উইম্বলডনে শুরু দ্বিতীয় রাউন্ড, খেলবেন আলকারাজ়, সাবালেঙ্কা
উইম্বলডনে আজ শুরু দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। নামছেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। প্রথম রাউন্ডে পাঁচ সেটের লড়াইয়ে জিততে হয়েছে আলকারাজ়কে। এ বার তাঁর সামনে ব্রিটেনের অবাছাই অলিভার টারভেট। মহিলাদের সিঙ্গলসে নামবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। তাঁকে খেলতে হবে মারি বউজ়কোভার বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।