মুর্শিদাবাদে মমতা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ, রয়েছে প্রশাসনিক সভাও
সংশোধিত ওয়াকফ আইন ঘিরে অশান্তির পরবর্তী সময়ে সোমবার মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। শমসেরগঞ্জে স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সুতির ছাবঘাটিতে একটি প্রশাসনিক সভাও করবেন তিনি। মুর্শিদাবাদ সফরে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু শেখের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এ ছাড়া মুর্শিদাবাদের জন্য ৬৯টি প্রকল্পের সূচনা এবং ১২টি নতুন প্রকল্পের শিলান্যাসও হবে আজ। মুর্শিদাবাদ জেলার জন্য মোট ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই জেলার অন্যতম একটি সমস্যা গঙ্গার ভাঙন। তা নিয়েও সেচ দফতরের ইঞ্জিনিয়ার এবং পূর্ত দফতরের সমন্বয়ে একটি বৈঠক হতে পারে। কর্মসূচি সেরে বহরমপুরে ফেরার আগে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও একটি বৈঠক করতে পারেন মমতা।
ভারত-পাক উত্তেজনা: দু’দেশেই চলছে আপৎকাল-অবস্থার প্রস্তুতি
পহেলগাঁও কাণ্ড পরবর্তী উত্তেজনার মাঝে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই আপৎকালীন পরিস্থিতির প্রস্তুতি শুরু হয়েছে। গত রবিবার রাতে পঞ্জাবের ফিরোজ়পুর ক্যান্টনমেন্টে সব আলো নিবিয়ে ‘ব্ল্যাকআউট ড্রিল’ করেছে সেনাবাহিনী। আগামী বুধবার কয়েকটি রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্য দিকে, পাকিস্তানেও উদ্ভূত পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। উত্তেজনার মাঝে ভারত হামলা করতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে ১৬টি আপৎকালীন সাইরেন বসানো হয়েছে বলে দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের। পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আটা মজুত করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। যদিও কী কারণে এই খাবার মজুত করা হচ্ছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাক উত্তেজনার দিকে নজর থাকবে আজ।
চার মাস পরে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া
প্রায় চার মাস পরে বাংলাদেশে ফিরছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। শারীরিক অসুস্থতা নিয়ে গত ৮ জানুয়ারি বাংলাদেশ থেকে ব্রিটেনে গিয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। খালেদার শারীরিক সমস্যার কথা জানতে পেরে কাতারের আমির বিশেষ বিমানে তাঁকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। কাতারের আমিরের ওই বিশেষ বিমানেই আজ ঢাকায় ফিরছেন তিনি। বাংলাদেশে গত কয়েক মাস ধরে নির্বাচনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে খালেদার দেশে ফেরার পরে তাঁকে অভ্যর্থনা জানানো-সহ বিএনপির বেশ কিছু কর্মসূচি রয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই চেয়ে মামলার শুনানি
মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা করেছে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। তাদের আবেদন, রাজ্য পুলিশের তদন্তের উপর কোনও আস্থা নেই। পুরো খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদনও করা হয়। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলাটির শুনানি রয়েছে।
আইপিএলে মুম্বই বনাম গুজরাত ম্যাচ, প্লে-অফের অঙ্ক পরিষ্কার হবে
আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচ। দুই দলই ১৪ পয়েন্টে রয়েছে। হার্দিক পাণ্ড্যের মুম্বই ১১টি ম্যাচ খেলেছে। শুভমন গিলের গুজরাত খেলেছে ১০টি ম্যাচ। এই ম্যাচের উপর দু’দলের প্লে-অফের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। শুধু তাই নয়, এই ম্যাচের উপর কেকেআর-সহ আরও কয়েকটি দলের ভাগ্য ঝুলে রয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কারা, বার্সেলোনা না ইন্টার মিলান?
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে প্রথম দল হিসাবে কারা উঠবে, জানা যাবে আজ। লড়াই ইন্টার মিলান ও বার্সেলোনার। প্রথম পর্বে ঘরের মাঠে ৩-৩ ড্র করেছিল বার্সা। আজ ইন্টারের ঘরের মাঠে খেলা। ম্যাচ শুরু রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।