Advertisement
E-Paper

আদালতের রায়ে চাকরিহারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আইএসএলে যুদ্ধ মোহনবাগান-জামশেদপুরের...আর কী

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি চলে গিয়েছে। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চাকরিহারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতার

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুলশিক্ষকের চাকরি চলে গিয়েছে। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সব শিক্ষককে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে গত কাল শহিদ মিনার থেকে ওই শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়েছেন, সভায় অযোগ্যেরা থাকলে তাঁরা তা বানচাল করে দেবেন। তাই রাজ‍্য রাজনীতির কারবারিদের নজর থাকবে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে। মনে করা হচ্ছে, চাকরিহারাদের সঙ্গে কথা বলে আগামী দিনে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

আইপিএলে মুখোমুখি রোহিত-বিরাট

আইপিএলে আজ বড় ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনটি ম্যাচের মধ্যে দু’টি জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। অন্য দিকে রোহিত শর্মার মুম্বই চারটির মধ্যে একটি জিতে ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। রোহিত প্রথম তিনটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছেন। আগের ম্যাচে খেলেননি তিনি। আজ রোহিত খেলবেন কি না সে দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন শুল্কে ‘কাবু’ ইজ়রায়েল, ট্রাম্প সাক্ষাতে নেতানিয়াহু

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ক্ষুব্ধ মার্কিন নাগরিকদের একাংশ। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তাঁর বিদেশনীতি এবং শুল্কনীতিই নয়, অভ্যন্তরীণ বিভিন্ন নীতি ঘিরেও বিতর্ক ছড়িয়েছে। তার প্রতিবাদে শনিবার (আমেরিকার সময় অনুসারে) হাজার হাজার মানুষ আমেরিকার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে আমেরিকা সফরে গিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের শুল্কনীতির ঘা পড়েছে ইজ়রায়েলের উপরেও। এই আবহে আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। বৈঠকে শুল্ক নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি গাজ়ার পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

আইএসএলের ফাইনালে ওঠার লড়াই মোহনবাগানের

প্রথম পর্বের ম্যাচে জামশেদপুরের মাঠে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। খেলা শেষে জামশেদপুরের সমর্থক ও পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন বাগান সমর্থকেরা। আজ দ্বিতীয় পর্বের ম্যাচ। আইএসএলের ফাইনালে উঠতে হলে জিততেই হবে বাগানকে। ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ হোসে মোলিনার ছেলেদের সামনে। লিগ-শিল্ড জেতার পর আইএসএল কাপ জেতার লক্ষ্যেও কি এগোতে পারবে তারা? আজ যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, কমবে না গরম

কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে ভ্যাপসা গরম কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সারা সপ্তাহ ধরেই উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

News of the Day Mamata Banerjee IPL Donald Trump ISL 2024-25
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy