প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা: চার্জশিটে আর কী কী বলল সিবিআই
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে সিবিআই। সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও একাধিক বড় নাম উঠে এসেছে তাতে। অভিযোগ, প্রাথমিক, উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। তাঁদের সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করলেও চাকরি কেউ পাননি। পরে সেই টাকা ফেরত পাওয়ার জন্য চাপ দিতে থাকেন প্রার্থীরা। কেউ টাকা ফেরত পেয়েছেন, কেউ পাননি। অভিযোগ, এই সংক্রান্ত মামলায় সিবিআই এবং ইডির তদন্ত শুরু হওয়ার পর একাধিক প্রামাণ্য নথি, মোবাইল ফোন নষ্ট করে দেন সুজয়কৃষ্ণ। মুছে দেন ইমেল। সিবিআইয়ের চার্জশিট সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ কোন পথে, চিন-সহ অন্য দেশগুলি কী ভাবছে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। কানাডা, মেক্সিকো এবং চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে চিনের যুদ্ধ-প্রস্তুতির হুঁশিয়ারি এবং তার পরে আমেরিকার পাল্টা হুঁশিয়ারিতে নতুন করে তপ্ত হয়েছে দু’দেশের সম্পর্ক। আমেরিকায় চিনা দূতাবাস থেকে বলা হয়েছে, আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক, বা অন্য কোনও যুদ্ধ, তবে শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি রয়েছে চিন। আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ আবার পাল্টা জানিয়েছেন, তাঁরাও প্রস্তুত রয়েছেন। এই অবস্থায় আমেরিকার সঙ্গে চিনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের দিকে নজর থাকবে শুক্রবার।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সমঝোতায় রাজি জেলেনস্কি! সঙ্গ কি পাবেন ইউরোপীয় নেতাদের
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বৈঠক ভেস্তে যাওয়ার জন্য ‘অনুতপ্ত’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। হোয়াইট হাউসের বিতণ্ডার পরে ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন জ়েলেনস্কি। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বিষয়ে আগ্রহী হয়েছেন। যদিও কোথায় আলোচনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। মধ্যস্থতাকারী হিসাবে ট্রাম্পের আমেরিকার কী ভূমিকা থাকবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ট্রাম্প প্রশাসনের আলোচনায় জ়েলেনস্কিকে সঙ্গ দিতে আমেরিকায় যেতে পারেন ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশের রাষ্ট্রপ্রধানেরাও। রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এই টানাপড়েনের দিকে নজর থাকবে আজ।
কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কেন্দ্রীয় ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ‘টক টু মেয়র’ পরবর্তী বৈঠকে কলকাতাকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে। পাশাপাশি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা নতুন কোনও পদক্ষেপ করে কি না, সে দিকেও নজর থাকবে আজ।
আবার একটু বৃদ্ধি পাবে তাপমাত্রা, কবে থেকে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।