Advertisement
E-Paper

চাকরিহারাদের অবস্থান। মুর্শিদাবাদের পরিস্থিতি। আইপিএলে বিরাট এবং রোহিতের খেলা। আর কী কী

একসঙ্গে এত জন শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি হারানোয় সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষও। এই অবস্থায় আজ নজর থাকবে চাকরিহারাদের অবস্থানের দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৬ হাজার চাকরি বাতিল: স্কুলগুলির সমস্যা এবং চাকরিহারাদের অবস্থান

সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারাদের প্রতিনিধিরা। কিছুটা আশ্বাস পেয়েছেন ওই বৈঠকে, তবে দোলাচলে এখনও রয়ে গিয়েছেন তাঁরা। শনিবার থেকে শহিদ মিনারের কাছে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, চাকরি ফিরিয়ে দেওয়া হোক। একই দাবিতে বৃহস্পতিবার থেকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারাদের তিন প্রতিনিধি। তাঁদের সঙ্গে আরও কয়েক জন রয়েছেন। একসঙ্গে এত জন শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি হারানোয় সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষও। এই অবস্থায় আজ নজর থাকবে চাকরিহারাদের অবস্থানের দিকে।

মুর্শিদাবাদের পরিস্থিতি কতটা স্বাভাবিক হল, কী করছে বাহিনী

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শনিবার রাতে জেলায় পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠক করেছেন জেলার পুলিশকর্তা এবং বিএসএফের সঙ্গে। জেলায় কী ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা নিয়ে বৈঠক হয়েছে। ডিজি রাজীব এবং মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। আজ এই জেলার পরিস্থিতি কতটা স্বাভাবিক হল, সে দিকে নজর থাকবে।

মোবাইল-কম্পিউটারের পরে আর কি কোনও পণ্যে শুল্ক ছাড় দেবেন ট্রাম্প

মোবাইল এবং কম্পিউটারের উপর আমেরিকার নয়া শুল্কনীতি কার্যকর হচ্ছে না। শনিবারই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি সৌর ব্যাটারি, টেলিভিশনের ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টর-সহ বেশ কিছু বৈদ্যুতিন পণ্যকেও নয়া শুল্কনীতির আওতার বাইরে রাখা হয়েছে। এই পণ্যগুলির বেশির ভাগেরই আমেরিকায় খুব বেশি উৎপাদনকেন্দ্র নেই। বিশেষ করে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর সিংহ ভাগ পণ্যই তৈরি হয় চিনে। চিনা পণ্যের উপর বর্তমানে ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। অনুমান করা হচ্ছে, ওই চড়া শুল্কের কারণে যাতে মার্কিন বাজারে মোবাইল, কম্পিউটারের দাম বৃদ্ধি না-পায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে আরও কোনও পণ্যের উপর শুল্কে ছাড় দেওয়া হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে বিরাট, রোহিতের খেলা, রয়েছে জোড়া ম্যাচ

আইপিএলে আজ জোড়া ম্যাচ। একই দিনে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার খেলা। বিকেলে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। খেলা রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে। বেঙ্গালুরু তিনটি জিতেছে, রাজস্থান দু’টি। এই ম্যাচ ৩:৩০ থেকে। এর পর রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। এ বারের প্রতিযোগিতায় দিল্লিই একমাত্র দল, যারা এখনও অপরাজিত। চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছেন অক্ষর পটেল, কেএল রাহুলেরা। অন্য দিকে হার্দিক পাণ্ড্য-রোহিতের মুম্বই পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে। এই ম্যাচ দিল্লিতে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমবে কি তাপমাত্রা

আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কলকাতায় আগামী মঙ্গলবার, পয়লা বৈশাখ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরের প্রত্যেক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

স্প্যানিশ লিগে চারটি ম্যাচ, খেলবে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে আজ চারটি ম্যাচ। রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকা রিয়ালের সামনে আলাভেস। খেলা সন্ধ্যা ৭:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে ওসাসুনা-জিরোনা (বিকেল ৫:৩০), রিয়াল বেটিস-ভিয়ারিয়াল (রাত ১০টা), অ্যাথলেটিক ক্লাব-রায়ো ভালেকানো (রাত ১২:৩০) ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুলের খেলা। লিগ শীর্ষে থাকা লিভারপুল খেলবে ওয়েস্টহ্যামের বিরুদ্ধে। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে হেরেছে লিভারপুল। তারা কি আজ ঘুরে দাঁড়াতে পারবে? রয়েছে চেলসি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও ম্যাচ। চেলসি খেলবে ইপসউইচ টাউনের সঙ্গে। খেলা সন্ধ্যা ৬:৩০ থেকে। ম্যাঞ্চেস্টারের সামনে নিউক্যাসল। খেলা রাত ৯টা থেকে। এ ছাড়াও রয়েছে উলভস-টটেনহ্যাম ম্যাচ। খেলা সন্ধ্যা ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Bengal SSC Recruitment Verdict Murshidabad Donald Trump US Tariff IPL Match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy