Advertisement
E-Paper

রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। চাকরিহারাদের আন্দোলন। সৌদি সফরে মোদী। আর কী কী

আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই মামলাটি শুনবে। প্রায় এক মাস পরে মামলাটি শুনানির জন্য উঠবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, কোনও নির্দেশ দেবে কি শীর্ষ আদালত

আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই মামলাটি শুনবে। প্রায় এক মাস পরে মামলাটি শুনানির জন্য উঠবে। এই মামলায় আগেই দীর্ঘ শুনানি প্রয়োজন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই অবস্থায় আজ আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

তালিকা বিতর্কের মধ্যে কোন পথে চাকরিহারাদের আন্দোলন

কথা ছিল সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু তা হয়নি। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসএসসি বিবৃতি দিয়ে জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশের নড়চড় হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশমাফিক যাঁরা বেতন পাচ্ছেন, কেবল তাঁরাই বেতন পাবেন এবং চাকরি করবেন। একই কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এর পর সোমবার গভীর রাতে বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় পুলিশের। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা যোগ্য-অযোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত এসএসসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। আজ নজর থাকবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন এবং এসএসসি ও রাজ্যের পদক্ষেপের দিকে।

হজযাত্রার জট কাটিয়ে সৌদি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দু’দিনের সফরে আজ সৌদি আরবে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে তাঁর এই সফর। ঘটনাচক্রে, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে মক্কায় ভারতীয়দের হজযাত্রা সংক্রান্ত বিষয়ে জটিলতা কেটেছে। ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপের পরেও সৌদি প্রশাসন আরও ১০ হাজার ভারতীয়কে হজযাত্রায় অনুমতি দেয়। সৌদির ওই পদক্ষেপের পর প্রধানমন্ত্রী মোদীর এই সফরে কী কী বিষয়ে আলোচনা হয় সে দিকে নজর থাকবে। সূত্রের খবর, প্রতিরক্ষা, শক্তি এবং বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে মোদী এবং সলমনের। বেশ কিছু সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর হওয়ারও সম্ভাবনা রয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে লখনউ বনাম দিল্লি ম্যাচ, প্রতিশোধের লক্ষ্যে পন্থেরা

আইপিএলে আজ একটিই ম্যাচ। খেলবে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। দু’টি দলই ১০ পয়েন্টে আছে। দিল্লি একটি ম্যাচ কম খেলেছে। প্রথম পর্বের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিল্লি তিন বল বাকি থাকতে ১ উইকেটে জিতেছিল। সেই ম্যাচ ছিল বিশাখাপত্তনমে। আজ খেলা লখনউয়ের মাঠে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণে, ফিরছে হাঁসফাঁস গরম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ। বরং তাপমাত্রা বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে শুধু উত্তরবঙ্গে। যদিও চলতি সপ্তাহে সেখানেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে।

স্প্যানিশ লিগে শীর্ষে থাকা বার্সার খেলা, বিপক্ষে মায়োরকা

স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। বিপক্ষে মায়োরকা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। আজ খেলা শুরু রাত ১টা থেকে।

News of the Day Bengal SSC Recruitment Case SSC Protest Tata IPL 2025 spanish league DA Case Supreme Court of India PM Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy