দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
গত কয়েক দিনের মতো আজও কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, দ্বিতীয়ায় মুদিয়ালি, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, ৬৬ পল্লি, বাদামতলা, আদি বালিগঞ্জ, একডালিয়া, সিঙ্ঘী পার্ক, সমাজসেবী এবং শিবমন্দিরের পুজোমণ্ডপে যাবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির দিকে নজর থাকবে আজ।
এশিয়া কাপে একটি করে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, আর নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে। গত ১৪ সেপ্টেম্বরের করমর্দন বিতর্ক ছাপিয়ে গিয়েছে গত রবিবারের ম্যাচের বিতর্ক। এ বার আলোচনায় পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ এবং সাহিবজ়াদা ফারহান। রউফ ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা করেছিলেন। ফারহান অর্ধশতরান করে ‘একে ৪৭ সেলিব্রেশন’ করেছিলেন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর কোনও লড়াই নয়। এই নিয়েও বিতর্ক চলছে। সব বিতর্কের খবর।
এশিয়া কাপে আজ মরণ-বাঁচন ম্যাচ। মুখোমুখি শ্রীলঙ্কা এবং পাকিস্তান। দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। শ্রীলঙ্কা হেরেছে বাংলাদেশের কাছে। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ফলে এই ম্যাচে যারা হারবে, তাদের বিদায় মোটামুটি নিশ্চিত। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। কলকাতা-সহ বাকি সব জেলাতেই সোমবার থেকে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে চলতে পারে বজ্রপাত। উত্তরবঙ্গে ছবিটা উল্টো। সোমবার থেকে উত্তরের কোনও জেলাতেই আপাতত আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
আজ থেকে শুরু হচ্ছে ভারত এ এবং অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ়ে এটিই শেষ ম্যাচ। প্রথম ম্যাচ ড্র হয়ে গিয়েছে। দু’দল মিলিয়ে মোট চারটি শতরান হয়েছে। চার দিনের ম্যাচে এ বারও কি দাপট থাকবে ব্যাটারদের? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। ভারতের টেস্ট দলে ঢোকার জন্য এই ম্যাচ অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, সাই সুদর্শন, দেবদত্ত পড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণদের পরীক্ষা।