Advertisement
E-Paper

সপ্তাহান্তে শিয়ালদহ বিভাগে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, রক্ষণাবেক্ষণের কাজে যাত্রীভোগান্তির আশঙ্কা

রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেনের গতি যাতে বাড়ে, সে কারণে গোবরডাঙা স্টেশনে আপ লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত কাজ চলবে।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯
Share
Save

গোবরডাঙা স্টেশনে আপ এবং ডাউন লাইনে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। তার জেরে সপ্তাহান্তে শিয়ালদহ বিভাগে বিঘ্নিত হবে ট্রেন পরিষেবা। শনি এবং রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। কিছু ট্রেন আবার যেখান থেকে ছাড়ার কথা ছিল, সেখান থেকে ছাড়বে না।

রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেনের গতি যাতে বাড়ে, সে কারণে গোবরডাঙা স্টেশনে আপ লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত কাজ চলবে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখায় এবং হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মাঝে ডাউন লাইনেও।

এই কাজের কারণে শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ এবং ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ লোকাল। নৈহাটি-ব্যান্ডেল আপ ৩৭৫৫৭, ডাউন ৩৭৫৫৮, শিয়ালদহ-গেদে আপ ৩১৯২৯, ডাউন ৩১৯২৮, শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫৩৯, ডাউন ৩১৫৪২ লোকাল।

রবিবার বাতিল হয়েছে বারাসত-বনগাঁ লোকাল আপ ৩৩৩৬৯, ডাউন ৩৩৩৬৮, শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, নৈহাটি-ব্যান্ডেল আপ ৩৭৫২১, ডাউন ৩৭৫২২, শিয়ালদহ-গেদে আপ ৩১৯১১, ডাউন ৩১৯১২, শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫১১, ৩১৫১২ ডাউন, নৈহাটি-রানাঘাট আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২ লোকাল, শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬১১, ডাউন ৩১৬১২, কৃষ্ণনগর-লালগোলা আপ ৩১৮৬১, ডাউন ৩১৮৬৪, লালগোলা-শিয়ালদহ ডাউন ৫৩১৭৮, আপ ৫৩১৭৫, কৃষ্ণনগর-আজিমগঞ্জ ডাউন ৫৩০৯২, আপ ৫৩০৯১ লোকাল।

শনি ও রবিবার সংক্ষিপ্ত রুটে চলবে শিয়ালদহ-বনগাঁ, কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার, রানাঘাট-লালগোলা লোকাল, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল। কয়েকটি ট্রেন ভিন্ন সময়ে চলবে।

Local Trains Sealdah Division

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}