চলন্ত ট্রেনে এক দল যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করেছিলেন এক প্রবীণ দম্পতি। যা নিয়ে ওই যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের ঘিরে ধরে ওই যুবকেরা মারধর করতে উদ্যত হলে প্রতিবাদ করেন অন্য যাত্রীরা। অভিযোগ, তখন অভিযুক্ত যুবকদের এক জন ছুরি বার করে এক যাত্রীর বাঁ হাতে আঘাত করে। যার জেরে জখম হয়েছেন ওই যাত্রী। রেল পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, শিয়ালদহমুখী ডাউন রানাঘাট লোকালে, কাঁকিনাড়া ও ব্যারাকপুর স্টেশনের মধ্যে। জখম যাত্রীর নাম অরিজিৎ বিশ্বাস।
আহতের বাড়ি কাঁচরাপাড়ায়। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে দমদম রেল পুলিশ থানায় অজ্ঞাতপরিচয় ওই যুবকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার জন্য খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ।
রেল পুলিশ জানিয়েছে, অভিযোগকারী কাঁচরাপাড়া স্টেশন থেকে রানাঘাট লোকালে উঠেছিলেন। কাঁকিনাড়া থেকে অভিযুক্ত যুবকেরা ট্রেনে ওঠে। অভিযোগ, উঠেই অভব্য আচরণ করতে থাকে তারা। যার প্রতিবাদ করলে এক দম্পতিকে মারধরের চেষ্টা করে অভিযুক্তেরা। ওই দম্পতির চিৎকারে কামরায় থাকা অন্যেরা অভিযুক্ত যুবকদের বাধা দেন। অভিযোগ, দু’পক্ষের গোলমালের মধ্যেই ওই যুবকদের এক জন ধারালো অস্ত্র বার করে অভিযোগকারীর বাঁ হাতে আঘাত করে।
পুলিশ জানিয়েছে, এর মধ্যেই ট্রেন ব্যারাকপুর স্টেশনে ঢুকলে অভিযুক্তেরা পালিয়ে যায়। তখন রেল সুরক্ষা বাহিনীর সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। ট্রেনটি দমদমে পৌঁছলে দমদম রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেখান থেকেই জখম যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)