Advertisement
৩০ নভেম্বর ২০২৩
IMA

TMC vs TMC: আইএমএ-র ভোটে ভুয়ো ভোটার! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই সাংসদের

রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের অভিযোগ, দলীয় বিধায়ক নির্মল মাজির ব্যাচ পরে ভুয়ো ভোটার এসেছেন। একজন ভুয়ো ভোটারকে পাকড়াও করেন তিনি।

আইএমএ-র ভোটে ভুয়ো ভোটার ধরলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। অভিযোগ করলেন দলীয় সতীর্থর বিরুদ্ধে।

আইএমএ-র ভোটে ভুয়ো ভোটার ধরলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। অভিযোগ করলেন দলীয় সতীর্থর বিরুদ্ধে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ২১:০৫
Share: Save:

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর ভোটে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসকদের সংগঠনের ওই ভোটে ভুয়ো ভোটারের ভোটদানের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ভোটে তৃণমূল বিধায়কের নামাঙ্কিত ব্যাচ পরেএক ভুয়ো ভোটার ভোট দিতে এসেছিলেন বলে অভিযোগ করেন তৃণমূলের এক সাংসদ। তৃণমূলের এক চিকিৎসক বিধায়কের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন তিনি।

শনিবার লেনিন সরণিতে আয়োজিত হয়েছিলআইএমএ-র ভোট। ভোটপর্ব চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে ওই অফিস চত্বর। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের অভিযোগ, দলীয় বিধায়ক নির্মল মাজির ব্যাচ পরে ভুয়ো ভোটার এসেছেন। একজন ভুয়ো ভোটারকে পাকড়াও করেন তিনি। তৃণমূলের এক চিকিৎসক বিধায়কের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন শান্তনু। শান্তনুর অভিযোগ,‘‘ভুয়ো ওই ভোটারের নাম দিনেশ সিংহ ওরফে মুন্না। তিনি ফুলবাগান জিটি রোডে থাকেন। গাড়ির যন্ত্রাংশের ব্যবসা। চিকিৎসক সুদীপ্ত রায় ওঁকে নিয়ে এসেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন।’’

শান্তনুর এই অভিযোগের পরে উত্তপ্ত হয়ে ওঠে আইএমএ-র অফিস। পরে ভোটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ওই অভিযুক্তকে তুলে দেওয়া হয়। যাঁর বিরুদ্ধে ভুয়ো ভোটার আনার অভিযোগ, শ্রীরামপুরের সেই তৃণমূল বিধায়ক সুদীপ্ত বলেন, ‘‘দিনেশ আমার সঙ্গেই গিয়েছিলেন। কিন্তু উনি ভোট দেননি। অভিযোগ সত্য নয়।’’ চিকিৎসকদের সংগঠনের ওই ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সুদীপ্তের দুই মেয়ে। তাঁদের একজন শিল্পা বসু রায় বলেন, ‘‘দিনেশ সিংহ ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী। তিনি এ বারের কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থী তথা শান্তনুবাবুর স্ত্রী কাকলি সেনের হয়ে প্রচার করেছেন। এমন এক ব্যক্তিকে কীভাবে ভুয়ো ভোটার বলা হচ্ছে জানি না। দিনেশবাবু আমার বাবার সঙ্গে গিয়েছিল ঠিকই। কোনও ভোট তিনি দেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE