প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যুদিবসে তাঁরই একটি বিতর্কিত মন্তব্য টুইট করার অভিযোগ উঠল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে। ইন্দিরা গাঁধী হত্যাকাণ্ডের পর দিল্লির শিখ বিরোধী দাঙ্গা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজীব এক বার বলেছিলেন, ‘মহীরূহের পতন হলে মাটি কেঁপে ওঠে।’ তাঁর ওই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে প্রবল বিতর্ক হয়েছিল আশির দশকে। শুক্রবার নিহত প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদিবসে সেই বিতর্কিত মন্তব্যই উদ্ধৃত করে একটি টুইট পোস্ট করা হয় লোকসভার কংগ্রেস দলনেতা অধীরের টুইটার হ্যান্ডলে। এর পরেই শুরু হয় বিতর্ক।
অধীরের টুইটার হ্যান্ডল থেকে বিতর্কিত টুইটটি অবশ্য দ্রুতই উধাও হয়ে যায়। পরিবর্তে উদ্ধৃত করা হয়, দেশের উন্নয়নে মানবসম্পদের ভূমিকা নিয়ে রাজীবের একটি মন্তব্য। বিতর্কিত টুইটটি সম্পর্কে অধীর লেখেন, ‘আমার টুইটার অ্যাকাউন্টে করা টুইটের সঙ্গে আমার নিজের পর্যবেক্ষণের কোনও সম্পর্ক নেই।’ এটি একটি ‘শত্রুতামূলক প্রচার’ বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু তাঁর এই বক্তব্যের পরও ধোঁযাশা কাটেনি।