রাজ্য বিধানসভায় পেশ করা বিল অনন্তকাল ধরে রাজভবনে আটকে রাখা অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর রাজ্যপাল এবং তামিলনাড়ু সরকারের মধ্যে মামলায় সর্বোচ্চ আদালতের একটি সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান উপাচার্যদের মঞ্চ দ্য এডুকেশনিস্টস ফোরামের তরফে একটি কমিটি গড়া হয়েছে। এ রাজ্যে বিভিন্ন বিলের নিষ্পত্তি নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাতের অনুরূপ পরিস্থিতিতে কী করণীয় সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ওই কমিটি তা রাজ্য সরকারকে অবহিত করবে বলে জানানো হয়েছে।
গত ৮ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের নির্দেশ, রাজ্য বিধানসভায় পাশ হওয়া যে কোনও বিলে এক মাসের মধ্যে রাজভবনকে সায় দিতে বা প্রত্যাখ্যান করতে হবে। রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠালে তিন মাসের মধ্যে তার নিষ্পত্তির কথা বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে তামিলনাড়ুতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বেশ কয়েকটি বিল রাজ্যপালের সই ছাড়াই আইন হিসেবে গৃহীত হয়েছে। যা ইতিমধ্যে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যা দিচ্ছে সংশ্লিষ্ট মহল।
বাস্তবিক এ রাজ্যেও বেশ কিছু বিল রাজভবনে আটকে রয়েছে। এর মধ্যে আরজিকর-কাণ্ডের পরে বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল কিংবা মুখ্যমন্ত্রীকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করে পূর্বতন রাজ্যপালের আমলে রাজ্যের পেশ করা বিলও রয়েছে। শিক্ষাবিদদের মঞ্চের তরফে প্রাক্তন এবং বর্তমান উপাচার্যদের নিয়ে গঠিত ৭ সদস্যের কমিটির কথা জানান অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র এবং দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)