সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্য জুড়়ে অশান্তি চলছে। জেলায় জেলায় পথ রেল-বাস অবরোধ, আগুন, ভাঙচুর, বিশৃঙ্খলার ছবি। গত তিন দিন ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খাচ্ছে প্রশাসন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও অবরোধ-বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন রাজ্যবাসী।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে রাজ্য পুলিশের তরফে তিনটি হেল্প লাইন নম্বর চালু করা হল। সেগুলি হল— ০৩৩ ২২১৪ ৫৪৮৬, ০৩৩ ২২১৪ ৪০৩১,০৩৩ ২২১৪ ১৯৪৬। এই নম্বরগুলি ২৪ ঘণ্টাই চালু থাকবে।
রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোনও সমস্যা হলে এই নম্বরে ফোন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি এবং পোস্ট থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। যাঁরা এই ধরনের ভুয়ো খবর পোস্ট করছেন, সোশ্যাল সাইটগুলিতে, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।