Advertisement
১৯ মে ২০২৪
TMC

‘লটারি টিকিট কাটা অন্যায় না কি জেতা?’ স্ত্রীর কোটি টাকা জেতা বিতর্কে সরব তৃণমূল বিধায়কও

বিবেকের স্ত্রী লটারিতে এক কোটি জিতেছেন বলে বৃহস্পতিবার টুইটারে দাবি করেন শুভেন্দু।  তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ লটারির টিকিট কেনেন আর ‘বাম্পার’ পুরস্কার জেতেন তৃণমূল নেতারা।

বিবেক গুপ্ত এবং শুভেন্দু অধিকারী।

বিবেক গুপ্ত এবং শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ২২:৩২
Share: Save:

শাসক দলের নেতা বা তাঁর পরিবারের সদস্যদের ডিয়ার লটারিতে এক কোটি টাকা জেতা নিয়ে আবারও সরব শুভেন্দু অধিকারী। এর আগে এক বার তিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ খুলেছিলেন। তবে অনুব্রত সে বার নিজের লটারি জেতা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এ বার যাঁকে নিয়ে সরব হয়েছেন শুভেন্দু, তাঁর স্বামী অর্থাৎ জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত সেই বিতর্কে মুখ খুললেন। প্রশ্ন তুললেন, লটারির টিকিট কাটা অন্যায়, না কি জেতা অন্যায়?

বিবেকের স্ত্রী লটারিতে এক কোটি জিতেছেন বলে বৃহস্পতিবার টুইটারে দাবি করেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ লটারির টিকিট কেনেন আর ‘বাম্পার’ পুরস্কার জেতেন তৃণমূল নেতারা। তার প্রেক্ষিতেই শাসক দলের বিধায়কের পাল্টা প্রশ্ন, ‘‘ডিয়ার লটারি চালায় বিজেপি শাসিত নাগাল্যান্ড সরকার। তাদের লটারি জিতে এক কোটি টাকা পাওয়া কি অন্যায়? না কি টিকিট কাটাই ভুল হয়েছে?’’

সম্প্রতি ডিয়ার লটারিতে এক কোটি টাকা পুরস্কার জেতেন বিবেকের স্ত্রী রুচিকা। লটারির আয়োজকদের তরফে জয়ী রুচিকার নাম-সহ সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়। এ নিয়ে টুইটারে শুভেন্দু লেখেন, ‘‘ডিয়ার (ভাইপো) লটারি আর তৃণমূলের মধ্য যে সম্পর্ক রয়েছে, তা আমি অনেক দিন ধরেই বলে আসছি। এটা টাকা পাচারের সহজ উপায়। সাধারণ মানুষ টিকিট কেনেন আর তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জেতেন। প্রথম অনুব্রত মণ্ডল জিতলেন। এ বার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী এক কোটি টাকা পেলেন।’’

শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে বিবেক আনন্দবাজার অনলাইনকে জানান, মাস দুয়েক আগে তাঁর স্ত্রী লটারি জিতেছিলেন। কর কাটার পর তাঁরা ৭০ লক্ষ টাকা হাতে পেয়েছিলেন। বিধায়ক আরও জানান, লটারির বিজ্ঞাপনের জন্য তাঁর অফিসে অনেকেই আসেন। তাঁদের কেউ কেউ টিকিট কাটার অনুরোধও করেন। সেই অনুরোধেই টিকিট কেটেছিলেন তাঁর স্ত্রী। সেই টিকিটেই এক কোটি জিতেছেন তাঁরা। বিবেকের কথায়, ‘‘আমার স্ত্রী এখন বিদেশে। দু’মাস আগে আমরা লটারি জিতেছিলাম। ৩০ লক্ষ টাকা ট্যাক্স কেটে ৭০ লাখ টাকা পেয়েছিলাম। খুব আনন্দ হয়েছিল। কিন্তু শুভেন্দু যা টুইট করেছেন তাতে আনন্দ চলে গিয়েছে। অনেকেই আমার অফিসে লটারির বিজ্ঞাপনের জন্য আসেন। তাদের কেউ কেউ টিকিটও কাটতে বলেন। ওদের কথা শুনেই টিকিট কেটেছি এবং তাতে লেগেছে। এতে আমার কী করার আছে!’’

তৃণমূল নেতাদের লটারি জেতা নিয়ে তদন্তেরও দাবি তুলেছেন শুভেন্দু। তার প্রেক্ষিতে বিবেক বলেছেন, ‘‘ডিয়ার লটারি চালায় নাগাল্যান্ডের সরকার। আমি তো সেখানে প্রভাব খাটাতে পারি না। ওই রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। ইডি-সিবিআই তদন্ত করতে চাইলে করুক।’’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত (বর্তমানে যিনি গরু পাচার মামলায় জেলবন্দি)-ও ডিয়ার লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতেছিলেন বলে শুভেন্দু দাবি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE