সরকারি কর্মচারীদের অ্যাড-হক বোনাস ৮০০ টাকা এবং উৎসব বাবদ সুদ বিহীন অগ্রিমের অর্থাঙ্ক দু’হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। সম্প্রতি অর্থ দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে শারদোৎসব ও ইদের আগে এই বোনাস ও অগ্রিম পাবেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রসঙ্গত, প্রতি বছর এই ব্যবস্থা চালু রাখে রাজ্য।
রাজ্য জানিয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে কর্মচারীদের বেতন প্রতি মাসে সর্বাধিক ৪৪ হাজার টাকা, তাঁদের অ্যাড হক বোনাস হবে ৬ হাজার ৮০০ টাকা। গত বছর প্রতি মাসে যাঁরা সর্বাধিক ৪২ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এই বোনাস পেতেন ছ’হাজার টাকা করে। পাশাপাশি, প্রতি মাসে যে কর্মচারীদের বেতন ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকা, তাঁরা উৎসব অগ্রিম হিসেবে এ বছর পাবেন ২০ হাজার টাকা করে। ২০২৪ সালে এই সুবিধা যে কর্মচারীরা পেতেন, তাঁদের বেতনের উর্দ্ধসীমা ছিল প্রতি মাসে ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা করে। সে বছর সংশ্লিষ্টদের ১৮ হাজার টাকা করে উৎসব বাবদ অগ্রিম দেওয়া হয়েছিল।
নবান্ন যে নির্দেশিকা প্রকাশ করেছে, তাতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা রয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাঁরা অবসর নিচ্ছেন বা নিয়েছেন, তাঁদের জন্যও এই উৎসব ভাতা ধার্য করা হয়েছে। তবে যে অবসরপ্রাপ্তেরা প্রতি মাসে ৩৮ হাজার টাকার কম পেনশন পান, তাঁরা এই ভাতা পাবেন ৩,৫০০ টাকা করে। গত বছর তা ছিল ৩,২০০ টাকা করে ও সে বছর পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে ৩৫ হাজার টাকা। নবান্ন জানিয়েছে, সরকার অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। ইদের আগে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার সংগঠনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)