ভুয়ো ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে টাকা আত্মসাতের তদন্ত নিয়ে কলকাতা হাই কোর্টের তিরস্কার সইতে হল রাজ্য পুলিশকে। সাত বছরেও এই মামলায় চার্জশিট দিয়ে উঠতে পারেনি পুলিশ। এ দিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সাত দিনের মধ্যে চার্জশিট দিতে হবে রাজ্য পুলিশকে, অথবা আদালতে কেস ডায়েরি পেশ করতে হবে। বিচারপতি বসাক বলেন, ‘‘সাত দিনের মধ্যে চার্জশিট দিন, না হলে সিবিআই তদন্তের নির্দেশ দেব।’’ ৬ অগস্ট মামলার পরবর্তী শুনানি।
মামলাকারী প্রেমানন্দ মুখোপাধ্যায়ের অভিযোগ, ২০১২ সালে ছেলেকে আইআইপিএম নামে সল্টলেকের ওই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ১৭ লক্ষ টাকা দিয়ে তিন বছরের কোর্সে ভর্তি করেছিলেন তিনি। ২০১৫ সালে ওই প্রতিষ্ঠান পাততাড়ি গুটিয়ে নেয়। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে জানায়, অভিযোগ ঠিক নয়। পরে বিধাননগর কোর্টের নির্দেশে ফের তদন্ত করে একই কথা বলে পুলিশ। ডিভিশন বেঞ্চের কাছে প্রেমানন্দের আইনজীবী মধুসূদন সরকার, সৌরভ মণ্ডল এবং মৌসমজিৎ সরকার সিবিআই তদন্তের আবেদন করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)