ভিজল কলকাতা। যেমন পূর্বাভাস ছিল। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দুপুরের মধ্যে ঝমঝমে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। সেই পূর্বাভাস মিলল। হাওয়া অফিস বলেছে, ভিজবে উত্তরবঙ্গও।
ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় আকাশ অন্ধকার করে মেঘ জমেছে। বৃষ্টিও শুরু হয়েছে মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের পাঁচ জেলায় বজ্রগর্ভ মেঘের ব্যাপারেও সতর্ক করেছেন আবহবিদেরা।
সোমবার থেকেই যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি নামতে চলেছে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোমবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ জারি করা পূর্বাভাসে তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সতর্কতা আগামী দু’তিন ঘণ্টার জন্য জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে ঝড়ও হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। তবে তার পর আবার শুকনো আবহাওয়া দেখা যেতে পারে দক্ষিণে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। কোথাও বেগ বৃদ্ধি পেয়ে হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারও। এই দু’দিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।
আরও পড়ুন:
-
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ৫০-৬০ কিমি বেগে হাওয়া: আলিপুর
-
ভোটদানের তথ্য প্রকাশে কমিশনের বিলম্ব কেন? মহুয়া মামলা দায়ের করেন ২০১৯ সালে, শুনানি শুক্রে
-
ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে সাগরে! সতর্ক আলিপুর, সোম থেকে রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
-
মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ, ‘৪ দিনের মধ্যে জবাব চাই’! তৃণমূলের নিশানায় বিজেপি