চলতি আর্থিক বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। কিন্তু মালদহ জেলায় বাংলা আবাস যোজনায় গত ২০১৯-২০ আর্থিক বছরেরই অর্ধেক বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত গত আর্থিক বছরে এই প্রকল্পে বাড়ি তৈরির কাজের গড় হার মাত্র ৪৯.২৪ শতাংশ। আর চলতি আর্থিক বছরের সাড়ে সাত মাসে মঞ্জুর হওয়া প্রায় ৩৬ হাজার বাড়ির মধ্যে মাত্র ৫৮১টি বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে।
প্রকল্পের কাজে কেন এত বিলম্ব? উঠেছে প্রশ্ন। প্রশাসন অবশ্য জানিয়েছে, এই প্রকল্পে উপভোক্তারা নিজেরাই বাড়ি তৈরি করে থাকেন। কিন্তু প্রায় চার মাস ধরে প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে টাকা না আসাতেই বাড়ি তৈরির কাজ ঝুলে আছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি তৈরি করতে উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা ও শেষ কিস্তিতে ১০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির টাকার কাজ শেষ হলে ‘জিও ট্যাগিং’ করে সুনির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয় বাড়ি তৈরির ছবি, তার পরেই দ্বিতীয় কিস্তির টাকা মেলে। তৃতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রেও একই নিয়ম। আরও জানা গিয়েছে, এই প্রকল্পের ৬০ শতাংশ অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার ও বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার।