ডেঙ্গি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বিধানসভায় বিতর্কে আপত্তি জানাল সরকার। রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ২৬ অগস্ট থেকে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে সরকার। সেখানেই ডেঙ্গি ও টেট নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। অধিবেশনের মেয়াদ দু’দিন বাড়ানোর দাবি করে মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তবে পার্থবাবু ঘরোয়া ভাবে মান্নানকে জানান, ডেঙ্গি ও টেট নিয়ে আলোচনার জন্য সময় পাওয়া যাবে না। অধিবেশনের মেয়াদ বাড়ানোও সম্ভব নয়। মান্নান বলেন, ‘‘মানুষের সমস্যা নিয়েই আলোচনা না হয় তার থেকে দুর্ভাগ্যজনক কী হতে পারে!’’