দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাষ্ট্রপতি ভবনে বেশ কিছু ক্ষণ বৈঠক হয় তাঁদের। রাজভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন তিনি। তাতে মূলত পাঁচটি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। সূত্রের খবর, রিপোর্টে যেমন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রসঙ্গ রয়েছে, তেমনই রয়েছে প্রাক্নির্বাচনী পরিস্থিতির কথাও। এমনকি পড়শি দেশে সংখ্যালঘুদের পরিস্থিতির কথাও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।
রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু বাংলাদেশি সীমান্তপথ দিয়ে সে দেশে ফিরে গিয়েছেন। ওই সময়ে রাজ্যপাল বোসও সীমান্তবর্তী এলাকায় যান। উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে গিয়ে সেখান সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। ওই পরিস্থিতির কথা রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি রাজ্যে এসআইআর সংক্রান্ত সার্বিক পরিস্থিতির কথাও রিপোর্টে উল্লেখ রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ভাঙচুর, তাণ্ডব চলেছে সে দেশে। সেই পরিস্থিতি নিয়েও তথ্যসংগ্রহ করেছেন রাজ্যপাল বোস। ওই বিষয়গুলিও তিনি রিপোর্টে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। এ সবের পাশাপাশি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও রিপোর্টে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন:
কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার জন্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে নিজের নিজের মতো করে প্রচারপর্ব শুরু করে দিয়েছে। সূত্রের খবর, রাজ্যে নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনকে কী ভাবে শান্তিপূর্ণ রাখা যায়— তা নিয়েও রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল।