Advertisement
E-Paper

আর কলেজ মারফত নয়! কেন্দ্রীয় ভাবে নিয়োগ হবে স্থায়ী শিক্ষাকর্মী, কাজে গতি আনল উচ্চশিক্ষা দফতর

কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগ হবে রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে। ২০২২ সালেই বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। এ বার সেই প্রক্রিয়ায় আরও গতি আনল উচ্চশিক্ষা দফতর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৪:০১
রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগের তৎপরতা।

রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগের তৎপরতা। —প্রতীকী চিত্র।

এ বার রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগী হল উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগবিধির খসড়া প্রস্তুত করে ফেলেছে দফতর। সেটি অনুমোদনের জন্য ইতিমধ্যে আইন দফতরেও পাঠানো হয়েছে।

কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের জন্য ২০২২ সালে বিধানসভায় একটি বিল পাশ হয়। আইনও তৈরি হয়। কিন্তু তা কার্যকর হয়নি এখনও। কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগবিধি সংক্রান্ত কাজ চলছিল উচ্চশিক্ষা দফতরে। ইতিমধ্যে নিয়োগবিধির খসড়া প্রস্তুত করে আইন দফতরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আইন দফতর থেকে অনুমোদন মিললে তা পাঠানো হবে অর্থ দফতরে। সেখান থেকে সবুজ সঙ্কেতের পর নিয়োগবিধি আবার ফেরত আসবে উচ্চশিক্ষা দফতরে। গোটা প্রক্রিয়া শেষে উচ্চশিক্ষা দফতর থেকে কমিশনের কাছে তা পাঠানো হবে এবং কমিশন থেকেই নতুন বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বস্তুত, এত দিন ধরে কেন্দ্রীয় ভাবে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থা ছিল না। বর্তমানে প্রচলিত নিয়ম অনুসারে, কোন কলেজে কত জন শিক্ষাকর্মী নিয়োগ যাবে, তার একটি তালিকা তৈরি করত শিক্ষা দফতর। সরকারের অনুমোদিত ওই পদগুলির ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট পরীক্ষা এবং প্রক্রিয়া মেনে শিক্ষাকর্মী নিয়োগ হত। বাম আমল থেকেই এই নিয়ম চলে আসছিল। এই নিয়ম বদল করার জন্য তিন বছর আগেই উদ্যোগী হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ভাবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিল পাশ হয় বিধানসভায়। কিন্তু ওই নিয়োগবিধি এখনও চূড়ান্ত হয়নি।

আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি জানান, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগ হলে গোটা প্রক্রিয়া আরও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশা করছেন তিনি। এ বার কি তবে কলেজে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের পথে এগোচ্ছে কমিশন? এ বিষয়ে প্রশ্ন করা হলে কলেজ সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, “সেই প্রক্রিয়া চলছে। উচ্চশিক্ষা দফতর থেকে আমাদের কাছে নিয়োগবিধি পাঠানো হবে। কোন কলেজে কত শূন্যপদ রয়েছে, নিয়োগবিধি আসার পরে সে বিষয়ে তথ্যসংগ্রহ করা হবে সংশ্লিষ্ট কলেজগুলি থেকে। এই প্রক্রিয়ার সঙ্গে উচ্চশিক্ষা দফতর, আইন দফতর, অর্থ দফতর জড়িত। এই প্রক্রিয়াগুলি চলছি। এর পরে নিয়োগবিধি এলে, আমরা কমিশনের কাজের প্রক্রিয়া শুরু করব।”

কমিশনের ওই কর্তা আরও জানান, এত দিন পর্যন্ত কলেজে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজ থেকেই করা হত। ২০২২ সালের নতুন আইন অনুসারে, কলেজগুলি আর নিজে থেকে স্থায়ী পদে নিয়োগ করবে না। পুরোটাই হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। ঘটনাচক্রে, সম্প্রতি সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণ কাণ্ডে ওই কলেজের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। ওই ধৃত অস্থায়ী কর্মীর রাজনৈতিক পরিচয় নিয়েও বিস্তর আলোচনা চলছে। এই অবস্থায় কেন্দ্রীয় ভাবে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের বিষয়ে আরও তৎপর হল উচ্চশিক্ষা দফতর।

College Service Commission Higher Education Department Non Teaching Staffs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy