কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ঘোষণা করেছিলেন, ভিন্ রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার খরচ বহন করবে তাঁর দল। সেই নির্দেশ মতোই ছত্তীশগঢ় থেকে এ রাজ্যের ১২০ জনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করল প্রদেশ কংগ্রেস। ওই শ্রমিকদের নিয়ে তিনটি বাস রবিবার বিকালে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে পৌঁছয়। সেখানে শ্রমিকদের স্বাগত জানান যুব নেতা রোহন মিত্র ও অন্যান্য কংগ্রেস নেতা-কর্মীরা। পরে শ্রমিকদের ঘরে ফেরাতে দু’টি বাস রওনা দেয় মালদা ও দক্ষিণ দিনাজপুর।