Advertisement
০১ মে ২০২৪

এত হিংসায় রাহুল ক্ষুব্ধ, দাবি অধীরের

রাহুল গাঁধীর কাছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে হিংসার ছবিটা তুলে ধরা শুধু নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পরোক্ষে বোঝালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা যায় না। আর সেই সূত্র ধরেই অধীরের মাধ্যমে কংগ্রেস নেতা-কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন রাহুল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৩:০০
Share: Save:

রাহুল গাঁধীর কাছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে হিংসার ছবিটা তুলে ধরা শুধু নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পরোক্ষে বোঝালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা যায় না। আর সেই সূত্র ধরেই অধীরের মাধ্যমে কংগ্রেস নেতা-কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন রাহুল।

আজ সকালে দিল্লিতে রাহুলের সঙ্গে দেখা করেন অধীর। কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাতের পরে অধীর জানান, পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে যে ভাবে কংগ্রেসের ৮ বিধায়ক আক্রান্ত হয়েছেন, এক সাংসদের গাড়িতে বোমা, আর এক সাংসদ হেনস্থা হয়েছেন, এমনকী মহিলা নেত্রীদেরও রেয়াত করা হয়নি, তা ভয়ঙ্কর। এ সব ছবি এবং ভিডিয়ো তাঁর কাছ থেকে দেখার পরে রাহুল ‘হতবাক’ হয়েছেন। তিনি অধীরকে জিজ্ঞাসা করেন, এ ভাবে বিধায়কদের মারা হচ্ছে, পুলিশ কী করছে? কংগ্রেস সভাপতির কাছে অধীরের নালিশ, মমতা কোনও ভাবেই পশ্চিমবঙ্গে ভোট করতে দেবেন না। তার উপর তাঁর দল প্রচার করছে যে, তৃণমূলের কাছে হাঁটু গেড়ে বসেছে কংগ্রেস!

অধীরের দাবি, এমন কথা শোনার পরেই রাহুল কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে বলেন, গোটা দেশে কোথাও কারও সামনে কংগ্রেস হাঁটু গেড়ে বসে না। কঠিন পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের কর্মী এবং বিধায়ক-সাংসদরা যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটিই চালিয়ে যেতে বলেন তিনি। তাঁর আশ্বাস, সামনে ভাল দিন আসছে।

কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাতের পরে বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াতের সঙ্গে দেখা করে নালিশ জানান অধীর। পঞ্চায়েত ভোটে কিছু করার না থাকলেও লোকসভা ভোটে নির্বাচন কমিশনকে কোন পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেই আঁচ দিয়েছেন বলে জানিয়েছেন অধীর।

রাজ্য কংগ্রেসের একাংশের অবশ্য বক্তব্য, এত দিন ধরে পশ্চিমবঙ্গে হিংসা চলছে। তবু এআইসিসি কিছুই করেনি। পাশে দাঁড়ানোর বার্তাও দেয়নি। আজও রাহুল বার্তা পাঠিয়েছেন রাজ্য সভাপতি মারফত। অথচ এআইসিসি-র কোনও প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেননি।

অধীর আসলে রাহুলকে বুঝিয়ে এলেন, মমতার সঙ্গে থাকা সম্ভব নয়। বরং ভবিষ্যতে সিপিএমের সঙ্গে বোঝাপড়া হলে কংগ্রেস অনেক আসনে লড়তে পারবে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে হিংসাকে সে কারণে হাতিয়ার করে অধীর রাজ্য কংগ্রেসের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি, জাতীয় স্তরে বিরোধী দলের সমঝোতার অঙ্ক ভবিষ্যতে যা-ই হোক, রাজ্য স্তরে তৃণমূলের বিরুদ্ধে লড়ার ব্যাপারে কংগ্রেসের যে কোনও বাধা নেই, সেটিও রাহুল স্পষ্ট করে দিয়েছেন বলে মনে করেন কংগ্রেসের
রাজ্য নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE