নবম-দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলেও ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের তালিকা চলতি সপ্তাহে বেরোনোর সম্ভাবনা নেই। এসএসসি সূত্রের খবর, আগামী সপ্তাহে ওই তালিকা প্রকাশিত হতে পারে। এসএসসি-র এক কর্তা জানান, এখন একাদশ-দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটা ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। তার দু’-এক দিন আগে বা পরে নবম-দশমের শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাইয়ের তালিকা বেরোবে। ওই কর্তা বলেন, “নবম-দশমের তথ্য যাচাইয়ের তালিকা প্রকাশ করলেও একাদশ-দ্বাদশের তথ্য যাচাই শেষ হওয়ার পরে সেই প্রক্রিয়া শুরু হবে। তাই আগেভাগে তালিকা প্রকাশ করা হচ্ছে না।”
প্রসঙ্গত, সোমবার রাতে নবম-দশমের শিক্ষক পদপ্রার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। একাদশ-দ্বাদশের মতো এ ক্ষেত্রেও শুধু প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন পরীক্ষার্থীরা। কিন্তু ইন্টারভিউ পর্বে উপনীত হওয়ার জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর (কাট অফ মার্কস) পেয়েছেন কি না, তা এখনও বুঝতে পারছেন না তাঁরা। সুমন বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী বলেন, “আমি একাদশ-দ্বাদশে পরীক্ষা দিয়েছিলাম। ইন্টারভিউ তালিকায় নাম ওঠেনি। নবম-দশমে ভাল নম্বর পেয়েছি। কিন্তু ইন্টারভিউয়ের তালিকায় ঠাঁই পাব কি না, বুঝতে পারছি না।” প্রসঙ্গত, নবম-দশমে ২৩,২১২টি শূন্যপদ রয়েছে। প্রতি ১০০ পদে ১৬০ জন প্রার্থী ডাক পেলে সব বিষয় মিলিয়ে প্রায় ৩৭ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা।
এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, নবম-দশমের চূড়ান্ত ‘অ্যানসার কি’ মঙ্গলবার প্রকাশ করেছেন তাঁরা। তিনি বলেন, “ফল প্রকাশের সময় কয়েক লক্ষ প্রার্থী কার্যত একই সময়ে ওয়েবসাইট খোলেন। তাই ওয়েবসাইট ঠিক মতো কাজ করে না। একই সময়ে অ্যানসার কি প্রকাশিত হলে অনেকেই তা দেখার চেষ্টা করবেন। তাতে ওয়েবসাইট আরও বিগড়ে যেতে পারে।”
তথ্য যাচাই পর্বে বাদ পড়া চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তারা জানিয়েছে, তথ্য যাচাইয়ের দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে না। কারণ, ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে ডাকার কথা। আবার নিয়ম অনুযায়ী, কাট অফ মার্কস পেলেই ইন্টারভিউয়ে ডাকতে হবে। তাই বেশিরভাগ বিষয়েই ‘১০০ আসনে ১৬০ জন’, এই অনুপাতের থেকে বেশি চাকরিপ্রার্থী ডাক পেয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)