Advertisement
২৬ এপ্রিল ২০২৪
weather

West Bengal Weather: পর পর ঝঞ্ঝার বাউন্সার, তবু ঘুরে দাঁড়াল শীত! কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি

ঝঞ্ঝার পর ঝঞ্ঝার বাউন্সারে কুপোকাত হয়ে পড়েছিল শীত। এতটাই যে, শীতপ্রেমীরা অনেকাংশে হতাশ হয়ে হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন।

তুষারপাত: শনিবার দার্জিলিঙের টাইগার হিলে।

তুষারপাত: শনিবার দার্জিলিঙের টাইগার হিলে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৭:২৭
Share: Save:

ভরা মাঘে শীতের কামড় জোরদার হতেই পারে। তাতে বিস্ময়ের তেমন কিছু নেই। তবে মারের সাগর পাড়ি দিয়ে শীত এ বার যে-ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বলা যেতেই পারে, এ ভাবেও ফিরে আসা যায়!

ঝঞ্ঝার পর ঝঞ্ঝার বাউন্সারে কুপোকাত হয়ে পড়েছিল শীত। এতটাই যে, শীতপ্রেমীরা অনেকাংশে হতাশ হয়ে হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন। থার্মোমিটারে পারদের উত্থান দেখে অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শীত যায় যায়! তবে আশ্বাস দিয়েছিল হাওয়া অফিস। বলেছিল, ফের জাঁকিয়ে পড়বে শীত। সেই ভবিষ্যদ্বাণী সফল করে শীত ফিরে এল। তা বলে এমন দুরন্ত ছন্দে!

কতটা দুরন্ত? আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, পাহাড়ে তো তুষারপাত হয়েছেই। ডুয়ার্সের কোচবিহারেও এক ঝটকায় রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে! শীতের নিরিখে সমতল প্রায় ছুঁয়ে ফেলেছে পাহাড়ের কালিম্পংকে। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি। ডুয়ার্সের জলপাইগুড়ি, শিলিগুড়িতেও রাতের তাপমাত্রা সাত ডিগ্রির কাছেপিঠে রয়েছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রির কাছাকাছি পৌঁছয়নি ঠিকই। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলে হাড়কাঁপানো শীত মালুম হচ্ছে। পুরুলিয়া, শ্রীনিকেতনে রাতের তাপমাত্রা ৮-৯ ডিগ্রির মধ্যে রয়েছে।

আবহবিদেরা বলছেন, শক্তিশালী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ উত্তর ভারতের পাহাড়ে তুষারপাত হয়েছে। সেই ঝঞ্ঝা কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে কনকনে উত্তুরে হাওয়া বঙ্গের দিকে ধেয়ে এসেছে অবাধে। সেই হাওয়াতেই হুড়মুড়িয়ে নেমেছে পারদ।

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৫, স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি নিচে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, শনিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে মহানগরে। একই ভাবে গাঙ্গেয় বঙ্গের অন্যান্য জেলাতেও শীতের দাপট যথেষ্ট। কাঁথি, বাঁকুড়ায় রাতের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার রাজ্যের সর্বত্রই শীতের দাপট বাড়বে বলে আবহবিদদের ধারণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

weather Winter Cold Wave
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE