Advertisement
E-Paper

‘চপ্পল’-কাণ্ডে ‘ক্ষমাপ্রার্থনা’ করে শিখেদের উদ্দেশে বিবৃতি, ঘটনা ‘অনিচ্ছাকৃত’, জানালেন সুকান্ত

মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘‘এক জন হাফ মিনিস্টার আমার পাড়ায় ঢুকে পঞ্জাবি পুলিশের মাথার উপর জুতো ছুড়েছিলেন। এই ঘটনায় শিখেরা বিক্ষুব্ধ।’’ সুকান্ত অবশ্য মঙ্গলবার সমাজমাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি যা ছুড়েছিলেন, তা ‘চপ্পল’ নয়, চপ্পলের আদলে তৈরি প্ল্যাকার্ড।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৭:১৮
What he hurled, was a placard and not a Chappal, Says Sukanta Majumdar in Social Media offering ‘deepest apologies’ towards Sikhs

রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

শিখ ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিখ পুলিশের পাগড়িতে সুকান্ত ‘চপ্পল’ ছুড়েছেন বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় সরব হয়েছিলেন। মঙ্গলবার সমাজমাধ্যমে সুকান্ত জানালেন, ‘চপ্পল’ নয়, চপ্পলের আদলে তৈরি প্ল্যাকার্ড ছুড়েছিলেন তিনি। যা ‘অনিচ্ছাকৃত’ ভাবে তাঁরই দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর পুলিশের পাগড়ির উপরে গিয়ে পড়ে। তবে সে ঘটনায় কোনও শিখ ধর্মাবলম্বীর অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি ‘আন্তরিক ক্ষমাপ্রার্থনা’ করছেন বলে সুকান্ত সমাজমাধ্যমে লিখেছেন।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সুকান্তের নেতৃত্বে বিজেপির বিক্ষোভের সময়ে ঘটনাটি ঘটেছিল। সুকান্তেরা মমতার বাড়ি যেতে চেয়েছিলেন তাঁকে তুলসীগাছ উপহার দিতে। পুলিশ তাঁদের পথ আটকায়। পরে আটক করে গাড়িতে তোলে। সুকান্তকে যখন প্রিজ়ন ভ্যানে তোলা হচ্ছিল, তখন তাঁর হাতে নীল-সাদা রঙের হাইওয়াই চপ্পলের প্ল্যাকার্ড ছিল। সেই প্ল্যাকার্ডই তিনি ছোড়েন, যা তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ জওয়ানের পাগড়িতে পড়ে।

এই ঘটনায় সুকান্ত তথা বিজেপির বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করে অমৃতসরের ‘শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি’ (এসজিপিসি)। সেখানে লেখা হয়, ‘‘কাজটি অত্যন্ত বেদনাদায়ক এবং শিখদের অনুভূতির প্রতি গভীর অবমাননাকর। শিখেরা পাগড়িকে সম্মান এবং মর্যাদার প্রতীক মনে করেন। তাই পাগড়ির উপর যে কোনও ধরনের আক্রমণ গুরুতর অপমান।’’ এসজিপিজির সভাপতির বয়ানে, ‘‘এই ধরনের ঘটনা সহ্য করা যায় না। ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’’ বিজেপি যদি কঠোর পদক্ষেপ করতে ব্যর্থ হয়, তবে এই ধরনের আচরণকে উৎসাহিত করার ক্ষেত্রে তাদের সহযোগিতা রয়েছে বলে বিবেচনা করা হবে বলে এসজিপিসির তরফে জানানো হয়।

মুখ্যমন্ত্রী এই বিষয়টি বিধানসভায় তোলেন। তিনি বলেন, ‘‘এক জন হাফ মিনিস্টার আমার পাড়ায় ঢুকে পঞ্জাবি পুলিশের মাথার উপর জুতো ছুড়েছিলেন। এই ঘটনায় শিখেরা বিক্ষুব্ধ। তারা প্রতিবাদও জানিয়েছে।’’ সুকান্ত অবশ্য মঙ্গলবার সমাজমাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি যা ছুড়েছিলেন, তা ‘চপ্পল’ নয়, চপ্পলের আদলে তৈরি প্ল্যাকার্ড।

রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন, ‘‘গত ১২ জুন, কলকাতার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাসভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময়, কলকাতা পুলিশ আমাকে-সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ ও কার্যকর্তাকে আটক করে বলপূর্বক প্রিজ়ন ভ্যানে তোলে। সেই সময় উত্তেজনার মুহূর্তে, পুলিশের উদ্দেশে ছোড়া একটি প্ল্যাকার্ড দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ কর্মীর পবিত্র পাগড়ির উপর পড়ে।’’ সুকান্তের বয়ান, ‘‘এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্র ভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আমি এবং বিজেপির প্রতিটি কার্যকর্তা শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, পবিত্র পাগড়ির মর্যাদা এবং তাঁদের গৌরবময় ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।’’

Sukanta Majumdar CM Mamata Banerjee West Bengal Politics Sikh Community
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy