উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন করে তিনি শিক্ষার উন্নয়নে চেয়েছিলেন। এমনটাই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিধানসভায় গিয়ে অম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ অম্বেডকরের মূর্তিতে মাল্যদানের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল৷ রাজ্যের শিক্ষা ক্ষেত্র নিয়ে তাঁর সঙ্গে তৈরি হওয়া সঙ্ঘাতের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। ধনখড় বলেন, ‘‘রাজ্যপালের সম্মতি না নিয়েই ২৫ জন উপাচার্য নিয়োগ হয়েছে। এ ধরনের কাজ দেশের আর কোথাও হয়? আমি যে প্রশ্নই করি না কেন, কোনও উত্তর দেয় না রাজ্য।’’